নিজস্ব প্রতিবেদন: রাজ্যের নিরাপত্তার উপদেষ্টার পদ থেকে আপাতত অব্যাহতি দেওয়া হল সুরজিৎ কর পুরকায়স্থকে (Surajit Kar Purkayastha)। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের তরফে নির্দেশিকায় জানান হল, নির্বাচনপ্রক্রিয়া চলাকালীন তাঁকে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৮ সালে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছিল প্রাক্তন ডিজিপি সুরজিৎ কর পুরকায়স্থকে (Surajit Kar Purkayastha)। সেই থেকে একটানা এই পদে রয়েছেন তিনি। ভোটের (WB Assembly Election 2021) আগে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে তাঁকে সরানোর দাবি করেছিল বিজেপি (BJP)। 



 


বুধবার শিলিগুড়িতে রাজ্যে পরিস্থিতি নিয়ে বৈঠকে বসে কমিশনের ফুলবেঞ্চ। ওই  বৈঠকে আইনশৃঙ্খলা নিয়ে খোঁজ নেন কমিশনের কর্তারা। ওই বৈঠকের পরেই নির্দেশিকা জারি করলেন মুখ্যসচিব। এর আগে সরানো হয়েছে রাজ্য পুলিসের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিমকে। রাজ্য পুলিসের ডিজি বীরেন্দ্রকে সরিয়ে আনা হয় নীরজনয়নকে।  


আরও পড়ুন- স্বাস্থ্যসাথীর পোর্টালে বিভ্রাট, দিনভর চরম হয়রানির শিকার রোগীরা