নিজস্ব প্রতিবেদন:  দেশজুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যেও করোনা আক্রান্ত বেড়ে ৪। এবার তাই ভাইরাসের সঙ্গে যুদ্ধে আরও সতর্ক হল রাজ্য সরকার। আংশিক শাটডাউনের পথে হাঁটল নবান্ন। বন্ধ করে দেওয়া হল ভিন রাজ্যের বাস পরিষেবা। রেলকে চিঠি দিয়ে দূরপাল্লার ট্রেন বন্ধের আর্জি জানানো হল। এরা পাশাপাশি চিড়িয়াখানা,      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মারণ ভাইরাস মোকাবিলায় সচেতনতার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনগণের কাছে তাঁর অনুরোধ, যাঁরা বিদেশ থেকে বা অন্য রাজ্য থেকে এসেছেন, তাঁরা ১৪ দিন বাড়িতেই থাকুন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। কোনও অবস্থাতেই আইন হাতে তুলে নেবেন না, পরিস্থিতি বুঝে স্থানীয় পুলিশ-প্রশাসনকে খবর দিন।


বিদেশ থেকে এলেই বাড়তি সংক্রমণের আশঙ্কা। ফলে বিদেশ ফেরতদের দিকেই এবার কড়া নজর প্রশাসনের। যে কোনও দেশ থেকে এলেই ১৪দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। গত দুই সপ্তাহে যাঁরা বিদেশ থেকে এসেছেন তাঁদেরও ঘরবন্দি থাকার নির্দেশ।  না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে রাজ্য। 


বাঁচার উপায় জন দূরত্ব সেদিকে তাকিয়েই নয়া নির্দেশিকা নবান্নের। রেস্তোরাঁ, পাব, বার, ক্লাব, নাইটক্লাব বন্ধ রাখার সিদ্ধান্ত। মাজাস পার্লার, বিনোদন পার্ক, মিউজিয়াম, চিড়িয়াখানাও বন্ধ রাখা হচ্ছে। রবিবার ভোর ৬টা থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নবান্ন। জরুরি নয় এমন যে কোনও সামাজিক অনুষ্ঠান ও মেলামেশা থেকে জনগণকে দূরে থাকতে বলেছে সরকার। ইকো পার্ক, নিউটাউন বিজনেস ক্লাব, আরবান ভিলেজ, বিশ্ব বাংলা গেট, নজরুলতীর্থ, রবীন্দ্রতীর্থ, মাদার ওয়াক্স মিউজিয়াম ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।


আগেই আন্তর্জাতিক বিমান বন্ধের আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার ভিন রাজ্যের ট্রেনও বন্ধ করতে বলল রাজ্য। এবার ২২ মার্চ মধ্যরাত থেকে ভিন রাজ্যের কোনও ট্রেন যাতে রাজ্যে না আসে তার অনুরোধ। রেলওয়ের চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন মুখ্যসচিব। বলা হয়েছে,''নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জেরে ২২ মার্চ মধ্যরাত থেকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসা ট্রেনগুলি বন্ধ করা হোক। আপাতত তা কার্যকর থাকুক ৩১ মার্চ পর্যন্ত। জমায়েত নিয়ন্ত্রণ ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। এব্যাপারে  আপনার তরফে সহযোগিতা দরকার।''        


পরিবহণ দফতরের সচিব বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, রাজ্যে নভেল ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে ২১ মার্চ (শনিবার) মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত ভিন রাজ্যে বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হল। একইভাবে ভিন রাজ্যের বাসগুলিকে ঢুকতে দেওয়া হবে না রাজ্যে। সংশ্লিষ্ট সবপক্ষকে এব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করতে অনুরোধ করা হচ্ছে।''   


পরিস্থিতির দিকে নজর রেখে স্বাস্থ্য দফতরের সব কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। নবান্নে হেল্প লাইন খুলেছে অসামরিক প্রতিরক্ষা দফতর।  রিস্থিতি পর্যালোচনায় সোমবার নবান্নে ডাকা হয়েছে সর্বদল বৈঠক। 


আরও পড়ুন- করোনাভাইরাস কি কলকাতায় তৃতীয় ধাপে? আশঙ্কিত বিশেষজ্ঞরা