করোনাভাইরাস কি কলকাতায় তৃতীয় ধাপে? আশঙ্কিত বিশেষজ্ঞরা

১৩ মার্চ থেকে সর্দি-কাশি-জ্বর শুরু হয়ে প্রৌঢ়ের। ১৬ মার্চ বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

Updated By: Mar 22, 2020, 12:05 AM IST
করোনাভাইরাস কি কলকাতায় তৃতীয় ধাপে? আশঙ্কিত বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে আরও একজন আক্রান্ত হলেন করোনাভাইরাসে। আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪। এপর্যন্ত আক্রান্তরা বিদেশ থেকে সংক্রমণ নিয়ে এসেছেন। কিন্তু চতুর্থ আক্রান্ত দমদমের প্রৌঢ়ের বিদেশভ্রমণের ইতিহাস নেই। এখানেই শঙ্কা! তবে কি রাজ্যে তৃতীয় ধাপে ঢুকে পড়ল করোনাভাইরাস? কমিউনিটি সংক্রমণ শুরু হয়ে গেল? বিশেষজ্ঞরা বলছেন, আশঙ্কার কারণ তো বটেই। কার সংস্পর্শে ওই ব্যক্তি, সেটা চিহ্নিত না করা হলে সমূহ বিপদ। তৃতীয় ধাপের সংক্রমণ শুরু হয়ে যাবে শহরে। 

১৩ মার্চ থেকে সর্দি-কাশি-জ্বর শুরু হয়ে প্রৌঢ়ের। ১৬ মার্চ বেসরকারি হাসপাতালে ভর্তি হন। নাইসেড ও এসএসকেএমের রিপোর্টে, তাঁর শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। তাঁর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছে, সাম্প্রতিককালে বিদেশ ভ্রমণের ইতিহাস নেই তাঁর। পরিবারের কেউ বিদেশে যাননি। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানান, কীভাবে উনি ভাইরাসে আক্রান্ত হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। কার সংস্পর্শে এসেছিলেন, তার খোঁজ চলছে। তাঁর পরিবারের সদস্যদের এখন হোম কোয়ারেন্টাইন বা গৃহ পর্যবেক্ষণে থাকতে হবে।

রাজ্যে আরও একজন আক্রান্ত হলেন করোনাভাইরাসে। আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪। এপর্যন্ত আক্রান্তরা বিদেশ থেকে সংক্রমণ নিয়ে এসেছেন। কিন্তু চতুর্থ আক্রান্ত দমদমের প্রৌঢ়ের বিদেশভ্রমণের ইতিহাস নেই। এখানেই শঙ্কা! তবে কি রাজ্যে তৃতীয় ধাপে ঢুকে পড়ল করোনাভাইরাস? কমিউনিটি সংক্রমণ শুরু হয়ে গেল? বিশেষজ্ঞরা বলছেন, আশঙ্কার কারণ তো বটেই। কার সংস্পর্শে ওই ব্যক্তি, সেটা চিহ্নিত না করা হলে সমূহ বিপদ। তৃতীয় ধাপের সংক্রমণ শুরু হয়ে যাবে শহরে। 

১৩ মার্চ থেকে সর্দি-কাশি-জ্বর শুরু হয়ে প্রৌঢ়ের। ১৬ মার্চ বেসরকারি হাসপাতালে ভর্তি হন। নাইসেড ও এসএসকেএমের রিপোর্টে, তাঁর শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। তাঁর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছে, সাম্প্রতিককালে বিদেশ ভ্রমণের ইতিহাস নেই তাঁর। পরিবারের কেউ বিদেশে যাননি। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানান, কীভাবে উনি ভাইরাসে আক্রান্ত হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। কার সংস্পর্শে এসেছিলেন, তার খোঁজ চলছে। তাঁর পরিবারের সদস্যদের এখন হোম কোয়ারেন্টাইন বা গৃহ পর্যবেক্ষণে থাকতে হবে।

স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের প্রাক্তন অধিকর্তা তথা মেডিসিন বিশেষজ্ঞ বায়োলজিস্ট অমিতাভ নন্দী বলেন, ''পরিবারের দাবি সত্যি হলে তা কিন্তু বেশ চিন্তার।'' শিশু রোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষের কথায়,''ট্রান্সমিশন বন্ধ করতে না পারলে তৃতীয় ধাপ শুরু হয়ে যাবে।'' চিকিত্সক সুমন পোদ্দারের কথায়,''১৬ তারিখ থেকে উনি হাসপাতালে ভর্তি। তখন কি নার্স বা কর্মীরা করোনা ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছিলেন? তা না হলে গোটা হাসপাতালে সংক্রমণ ছড়াতে পারে। তৃতীয় ধাপ তো এখনই বলা যায় না। তবে কার সংস্পর্শে এসেছিলেন, সেটা খুঁজে না বের করলে তৃতীয় ধাপ শুরু হয়ে যাবে।''   

করোনাভাইরাস তৃতীয় ধাপে পা দিলে কী হবে? তৃতীয় ধাপে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। তারপর চতুর্থ ধাপে মহামারী। ভারতের মতো জনসংখ্যার দেশে মহামারী শুরু হলে ভয়ঙ্করকাণ্ড ঘটবে। তৃতীয় ধাপে ভাইরাস যাতে না পৌঁছয় সেই চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। তা সম্ভব না হলেও যদি  প্রক্রিয়াকে শ্লথ করে দেওয়া যায়। Indian Council of Medical Research-এর ডিরেকটর জেনারেল বলরাম ভার্গবের অভিমত, ভারতে Covid-19 রয়েছে দ্বিতীয় পর্যায়ে। বিদেশ থেকে আসা ব্যক্তিরাই সংক্রমণ ছড়িয়েছেন এদেশে। সেখানে তাঁরা করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। সরকার এই শৃঙ্খলটাই ভাঙতে চাইছে বা পরের ধাপে যাওয়ার প্রক্রিয়াটি শ্লথ করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে সরকার।          

 

দমদমের বাসিন্দার আগে রাজ্যে তিন জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। দু’জন ইংল্যান্ড পড়াশুনো করতেন। আর এক জন স্কটল্যান্ড থেকে আসা এক তরুণী। প্রত্যেকেরই বিদেশ থেকে সংক্রামিত হয়ে এসেছেন মনে করছেন স্বাস্থ্য কর্তারা। 

আরও পড়ুন- ৩১ মার্চ পর্যন্ত ভিন রাজ্য থেকে বাংলায় বাস ঢোকা বন্ধ করল রাজ্য সরকার

.