নিজস্ব প্রতিবেদন: রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেই সরকারি কর্মীদের অ্যাড হক বোনাসের ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee Govt)। একইসঙ্গে পেনশনভোগীরা পাবেন এককালীন ২,৫০০ টাকা ভাতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নবান্ন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, উৎসবের আগে সর্বনিম্ন সাড়ে ৪ হাজার থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত অ্যাড হক বোনাস দেওয়া হবে। তা আগামী ১০ মাসের মধ্যে শোধ করতে হবে সরকারি কর্মীদের। প্রতি মাসে সমানুপাতে কিস্তিতে বেতন থেকে কাটা হবে।


মহার্ঘ ভাতা-সহ বেতন ৩৬ থেকে ৪৫ হাজারের মধ্যে হলে সর্বোচ্চ ১২ হাজার টাকা অ্যাড হক বোনাস মিলবে। তার নীচে বেতন হলে ৪৫০০ টাকা অগ্রিম নিতে পারবেন সরকারি কর্মীরা। ৩১ হাজার টাকার নীচে মাসিক পেনশন হলে এককালীন আড়াই হাজার টাকা মিলবে। মুসলিম কর্মীরা ইদের আগেই এই সুবিধা পাবেন। অমুসলিমদের ক্ষেত্রে এই সময়সীমা ২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর।  


আরও পড়ুন- আশা করব কৃষকদের ১৮ হাজার টাকা তাড়াতাড়ি দেবেন, Modi-কে স্মরণ করালেন Mamata