সুতপা সেন: বিজ্ঞপ্তি-বদল! মে নয়, এপ্রিল মাস থেকেই ৪ শতাংশ ডিএ দেবে রাজ্য। জুলাই মাসের বেতনের সঙ্গে সেই ডিএ পাবেন সরকার কর্মচারীরা। নয়া বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Maniktala Assembly ByElection: মানিকতলায় এবার সাধনপত্নী, 'কলেজমেট' সুপ্তিকে প্রার্থী করলেন মমতা!


ঘটনাটি ঠিক কী? লোকসভা ভোট তখন বহুদূরে। গত বছরের ডিসেম্বরে পার্কস্ট্রিটে ক্রিসমাস ফেস্টিভ্যালের সূচনা করেছিলেন মুথ্যমন্ত্রী। সঙ্গে সরকারি কর্মচারীদর ৪ শতাংশের ডিএ বৃদ্ধির ঘোষণাও। এরপর সেই ঘোষণা রাজ্য বাজেটেও উল্লেখ করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মার্চে বিজ্ঞপ্তি জারি হয়। তাতে বলা হয়, ১ মে থেকে ৪ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য় সরকারী কর্মচারী।


এদিকে ১ এপ্রিল থেকে শুরু হয় অর্থবর্ষ। সেকারণেই এবার ডিএ-বিজপ্তি পরিবর্তন করল নবান্ন। জানিয়ে দেওয়া হল, জুলাই মাসের বেতনে সঙ্গে এপ্রিল ও মে মাসের ৪ শতাংশ বর্ধিত ডিএ দিয়ে দেওয়া হবে সরকারি কর্মচারীদের।



আরও পড়ুন:  Yogyashree Scheme: এবার 'যোগ্যশ্রী', মমতার ছোঁয়ায় ফ্রি কোচিঙে IIT-মেডিক্যাল কলেজে জায়গা পিছিয়ে পড়াদের...


কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন ৪৬ শতাংশ হারে ডিএ পান। রাজ্য সরকারী কর্মচারীদের ডিএ ৪ শতাংশ বৃদ্ধির কারণে ফারাক কমে হবে ৩২ শতাংশ। মুখ্যমন্ত্রীর অবশ্য বলেছিলেন, 'আমরা দিই এটা মাঝে মাঝে। যদিও আমাদের পে-কমিশন আছে। এটা আমরা বাড়তি দিই। কারণ কেন্দ্রীয় সরকারের বেতন কমিশন। ওদের সেটা নেই, ডিএটা আছে। ওদের সার্ভিস রুল আলাদা, আমাদের সার্ভিস রুল আলাদা। আমাদের এটা বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। তা সত্ত্বেও আমরা দিয়ে যাই। কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে'। 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)