Schools Re Opening Notice: গরমের ছুটি শেষ, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুল খোলার দিন ঘোষণা নবান্নের
স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদের কাছে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, আগামী ৫ জুন থেকে খুলতে হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুল। আর প্রাথমিকের স্কুল খুলতে হবে ৭ জুন থেকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গরমের ছুটির পর খুলছে স্কুল। আগামী ৫ জুন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে শুরু হবে পঠনপাঠন। প্রাথমিক স্কুল খুলবে ৭ জুন। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। গত ২ মে থেকে গরমের ছুটি পড়েছিল সরকারি স্কুলে।পর্ষদের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গরমের ছুটি শেষ হওয়ার কথা আগামী ৪ জুন। ৫ই জুন থেকে স্কুল খোলার নির্দেশিকা জারি করা হলেও গত ২ রা মে থেকে ছুটির জন্য যে ক্লাসের ক্ষতি হয়েছে অতিরিক্ত ক্লাস করিয়ে সেই ক্ষতি মেটানোর নির্দেশ।
আরও পড়ুন, Partha Chatterjee: দমন-পীড়ন নয়, আলাপ-আলোচনায় কুড়মি সমস্যার সমাধানের নিদান পার্থর
মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগাম গরমের ছুটি পড়ে যাওয়ায় পড়াশোনার ক্ষতি হয়েছে, তা পূরণ করতে স্কুল খুললে অতিরিক্ত ক্লাস নিতে হবে শিক্ষকদের। অনুমতি না নিয়ে স্কুল চত্বরের বাইরে যাওয়া যাবে না। টিফিন বিরতির সময় কী ভাবে কাজে লাগানো হবে, তা প্রধান শিক্ষকের নির্দেশ অনুযায়ী হবে।
এপ্রিলে শেষ থেকেই রাজ্যজুড়ে প্রবল দাবদাহ শুরু হয়। গরমে নাজেহাল হয় রাজ্যবাসী। এসবের মধ্যেই স্কুল শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল যে, ২ মে থেকে স্কুলে গরমের ছুটি পড়বে। তবে সেই বিজ্ঞপ্তিতে স্কুল খোলা নিয়ে কোনও নির্দিষ্ট তারিখের উল্লেখ ছিল না। জানানো হয়েছিল যে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই রাজ্যে গরম কমার তেমন কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। পরবর্তী তিন-চার দিনে চার ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে পারে তাপমাত্রা। আদ্রতা ভোগাবে রাজ্যবাসীকে।
আরও পড়ুন, Mamata Banerjee: 'হাজরা মোড় থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মিছিল', কুস্তিগীরদের পাশে মমতা