Suchetana Bhattacharya: বুদ্ধকন্যার `সুচেতন` লড়াইয়ের পাশেই মদন-দেবাংশু-সৃজন; ধরি মাছ, না ছুঁই পানি বিজেপির!
জানা গিয়েছে লিঙ্গ পরিবর্তনে আগ্রহী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মেয়ে সুচেতনা ভট্টাচার্য। `সুচেতন` হতে চেয়ে মনোবিদেরও পরামর্শ নিচ্ছেন তিনি, এমনটাও জানা গিয়েছে। `প্রাইড মান্থে` শহরের একটি ‘LGBTQ+’ কর্মশালায় অংশ নিয়ে এমন ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এমনকী নিজেকে সুচেতন বলে পরিচয় দিতেই বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন বুদ্ধ তনয়া।
অনুষ্টুপ রায় বর্মণ: বর্তমান সমাজে লিঙ্গসাম্যের এবং অধিকারের লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীত সময়ে বিভিন্ন বিষয়ে লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়েছে বাম গণতান্ত্রিক আন্দোলনের নেতা-কর্মীরা। এবার আরেক লড়াইয়ের সামনে সুচেতনা ভট্টাচার্য। একদা বাম আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে। জানা গিয়েছে লিঙ্গ পরিবর্তনে আগ্রহী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মেয়ে সুচেতনা ভট্টাচার্য। 'সুচেতন' হতে চেয়ে মনোবিদেরও পরামর্শ নিচ্ছেন তিনি, এমনটাও জানা গিয়েছে। 'প্রাইড মান্থে' শহরের একটি ‘LGBTQ+’ কর্মশালায় অংশ নিয়ে এমন ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এমনকী নিজেকে সুচেতন বলে পরিচয় দিতেই বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন বুদ্ধ তনয়া।
এই বিষয়ে কী জানাচ্ছেন অন্যান্য রাজনৈতিক নেতারা?
ভারতের ছাত্র ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্য জানিয়েছেন, ‘প্রান্তিক লিঙ্গের সহনাগরিকদের সমানাধিকারের দাবি দাওয়া বামপন্থীদের লড়াইয়ের অংশই। উনি একজন বিদুষী নাগরিক হিসেবে বিভিন্ন ক্ষেত্রে নিজের প্রজ্ঞা ও দক্ষতার পরিচয় রেখেছেন। যে পরিচয়ে উনি নিজেকে দেখতে চান সেই পরিচয়েই উনি বাঁচুন। ওনার এই পদক্ষেপকে স্বাগত জানাই। শুভেচ্ছা রইল'।
আরও পড়ুন: Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটেও এবার সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য জানিয়েছেন, 'দেখুন, এটা যাঁর যাঁর ব্য়ক্তিগত পছন্দের ব্যাপার। লিঙ্গ, খাদ্যাভাস, পোশাক ও সঙ্গী বেছে নেওয়া, প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার। কেউ সুচেতনা থাকতে চায় না সুচেতন হতে চান, এটা তাঁর ব্যাপার। তবে আমি প্রার্থনা করি, উনি যেভাবেই থাকুন না কেন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। জীবনের লক্ষ্যগুলো যেন পূরণ করতে পারেন। এটাই আসল। যেন জন্মের উদ্দেশ্য স্বার্থক করতে পারেন। সেটা পুরুষ বা নারী হয়ে করা সম্ভব। আমার মূল বক্তব্য, কৃচ্ছ সাধন করতে পারছি কিনা! সেটা যে কোনও উপায় করা যায়। সুচেতনা যেভাবে বাকি জীবন বাঁচতে চান, সেভাবেই উনি বাঁচুন। আমার শুভেচ্ছা রইল'।
আরও পড়ুন: WB Panchayat Election 2023: এত রক্ত কেন? রাজ্যে পঞ্চায়েত নির্বাচন বন্ধের হুঁশিয়ারি হাইকোর্টের!
কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র জানিয়েছেন, ‘এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি এটার সঙ্গে রাজনৈতিক রঙ লাগাতে চাই না। আমি প্রার্থনা করি, উনি যেন সুস্থ থাকেন। আমি কিছুদিন আগেই মানবীদির সঙ্গে সাংবাদিক সম্মেলন করেছি। আমার একটাই চিন্তা, উনি যেন ভালো করে মেডিক্যাল চেক আপগুলো করেন'।
বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা জানিয়েছেন, ‘এটা ওর ব্যক্তিগত বিষয়। এই বিষয়ে কথা বলা সমীচীন নয়। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা সমাজবদ্ধ জীব। তাই পাবলিক ফিগারদের ব্যক্তিগত জীবনকে গুরুত্ব দিয়ে দেখতে হয়। তাদের ব্যক্তিগত বিষয় যদি সমাজে কোনও পজিটিভ প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে স্বাগত জানাতে হয়। আবার তাঁদের জীবনের পদক্ষেপ জনগণের মধ্যে নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি করলে তবে তা সমালচনার বিষয়বস্তু হয়। তাই সামাজিক অবস্থান থেকে নিজের জীবনে পাবলিক ফিগারদের এমন পদক্ষেপ করা উচিত যা জনমানসে পজিটিভ প্রভাব ফেলে’।