অর্ণবাংশু নিয়োগী: প্রার্থীর চেক লিস্টে কারচুপি? বিকৃত করা হয়েছে নির্বাচনের নথি? পঞ্চায়েত ভোটেও এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, 'এটা কোনওভাবে মেনে নেওয়া যায় না। যেসব আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা রাজ্য সরকারি কর্মচারী। তাই রাজ্যের হাতে তদন্তভার দেওয়া সমীচীন হবে না'। শুধু তাই নয়, ৭ জুলাইয়ের মধ্য়ে আদালতে রিপোর্ট দিতে হবে সিবিআইকে।
ঘটনাটি ঠিক কী? পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শেষ। নিয়মমাফিক এখন প্রার্থীদের চেক লিস্ট তৈরির কাজ চলছে। হাওড়ার উলুবেড়িয়ার বাহিরা গ্রাম পঞ্চায়েত চেক লিস্ট তৈরির জন্য প্রয়োজনীয় নথি জমা দিয়েছিলেন প্রার্থীরা। অভিযোগ, তালিকা তৈরির পর নাকি দেখানো হয়, প্রার্থীদের কোনও তথ্যই জমা পড়েনি! ফলে অনেক মনোয়নয়নই বাতিল হয়ে যায়। এরপরই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে।
কী প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে? বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'গোটা ব্যবস্থাকেই ঘেটে ফেলেছে। বর্তমান নির্বাচন কমিশনারকে সামনে রেখে, তৃণমূল রাজ্যে চরম নৈরাজ্য, অবাধ সন্ত্রাস এবং প্রাতিষ্ঠানিক লুঠের ব্যবস্থা করেছে।এক হাজারের কাছাকাছি মনোনয়নপত্র আমাদের বাতিল হয়ে গিয়েছে। বিডিওরা প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন। নথি কেড়ে নেওয়া হচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে। এটা চরম দুর্ভাগ্যের। সারা ভারতবর্ষের মানুষ বাংলাকে দেখছে'।
আরও পড়ুন: Panchayat Election 2023: ভরা বর্ষায় ভোট, প্রতি মুহূর্তে আবহাওয়ার আপডেট জেলায় পৌঁছে দেবে কমিশন!
এদিকে হাইকোর্টে রায়ে খুশি নয় তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্টতই বলেন, 'এটা ন্যায় বিচার হচ্ছে না। আমরা চারপাশে দেখছি, সমাজের নানা জায়গায় কিছু সিপিএমপন্থী, সিপিএম পরিবারের লোকজন আছেন, তারা গায়ের ঝাল মেটাচ্ছেন তৃণমূলের উপর, কারণ সিপিএমের সাম্রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে দিয়েছে'। তাঁর মতে, 'বিচারপতি অমৃতা সিনহা নিজে তদারকিতে রাজ্যকে নিয়ে তদন্ত করাতে পারতেন। কেন সিবিআই'?
পঞ্চায়েত ভোটেও এবার সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের