শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: অবশেষে কাটতে চলেছে শপথ-জট। কীভাবে? রাজ্যপালের সিদ্ধান্তে শেষপর্যন্ত সহমত হল পরিষদীয় দফতর। রাজভবনেই শপথ নেবেন ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। কবে? শনিবার বিকেল সাড়ে ৪টেয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Sourav Ganguly: 'আমরা পশুদের সমাজে নেই, যেখানে ইচ্ছে যাব', শালবনির কারখানা নিয়ে বিস্ফোরক সৌরভ


বছর ঘুরতেই ফের ভোট! ধুপগুড়িতে এবার ফুটল ঘাসফুল। উপনির্বাচনে ৪৩৮৩ ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে জেতা আসন হাতছাড়া হয়ে গিয়েছে বিজেপির। ফল ঘোষণা হয়ে গিয়েছে ৮ সেপ্টেম্বর।


বিধায়ক পদে কবে শপথ জয়ী প্রার্থীর? মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'মাননীয় মুখ্যমন্ত্রী একটা চিঠির কপি আমাকে পাঠালেন, যেটা রাজ্যপাল তাঁকে পাঠিয়েছিলেন। রাজ্যপালের বক্তব্য হল, রাজভবনের গরিমা বৃদ্ধি করার জন্য এসসি সম্প্রদায়ের যিনি নির্বাচিত জনপ্রতিনিধি, শপথ গ্রহণ করলে পরে সেটা উপযুক্ত জায়গা হবে। আমার বক্তব্য হচ্ছে, বিধানসভা এমন একটা জায়গা, যেখানে সবধর্ম, সববর্ণ, সব জাতি মানুষ এখানে শপথ গ্রহণ করেছিলেন'। 


তারপর? রাজভবনে স্রেফ পাল্টা চিঠি নয়, এদিন বিধানসভায় এসে ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থীকে আমন্ত্রণ জানান পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়। তবে বিধানসভা নয়, শপথগ্রহণ অনুষ্ঠান হবে রাজভবনে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, 'খোকাবাবুর জেদ, আমিই শপথবাক্য পাঠ করাব। যেটা বিধানসভায় মহামান্য স্পিকারের করার কথা। যাকে শপথবাক্য পাঠ করান, যত দেরিতেই করান। তৃণমূলের বিধায়ককেই কিন্তু শপথবাক্যটা পাঠ করাতে হচ্ছে'!


এর আগে, ধূপগুড়ি জয়ী প্রার্থীর বিধায়ক পদে দ্রুত শপথ চেয়ে রাজভবনে চিঠি দিয়েছিল পরিষদীয় দফতর। শনিবার ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়কে শপথ বাক্য করাতে বসেছিলেন রাজ্যপাল।  কিন্তু বিধানসভার তরফে জানিয়ে দেওয়া হয়, শনিবার শপথ গ্রহণ সম্ভব নয়। এরপর নিজেই শপথবাক্য পাঠ করানোর জন্য জয়ী প্রার্থীকে ফোন করেন রাজ্যপাল। কিন্তু রাজভবনে যাননি তিনি। সূত্রের খবর তেমনই।


আরও পড়ুন:  Leaps and Bounds: অভিষেকের বাবা-মাকেও এবার তলব ইডির!



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)