নিজস্ব প্রতিবেদন: এখন কিছু হবে না। এক ঘণ্টা বাদে বলুন। কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর এসপিজি তাঁকে এমনটাই জানিয়েছিল বলে শনিবার নবান্নে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানালেন, দিঘার প্রশাসনিক বৈঠকের কথা বলে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে বেরিয়ে এসেছেন।  
   
নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা (Mamata Banerjee) এ দিন বলেন,''প্রধানমন্ত্রী আসছেন জেনে আমার সফর কাটছাঁট করি। অনেকে বলছে, কেন প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাননি? প্রতিবার মুখ্যমন্ত্রী স্বাগত জানাবেন এমন বাধ্যবাধকতা নেই। তবে এটা কার দোষ? আমরা সাগরে থাকার সময় খবর পেলাম ২০ মিনিট থাকতে হবে। প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের পর আমাদের অনুমতি দেওয়া হবে। আমরা রাস্তায় অপেক্ষা করেছি। এমনকি আমরা আকাশে থাকার সময়ে আমরা ১০-১৫ মিনিট চক্কর কেটেছি। এতে কিছু মনে করিনি। কারণ প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য করা হয়েছে।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলাইকুণ্ডার অভিজ্ঞতাও ব্যক্ত করেছেন মমতা (Mamata Banerjee)। বলেন,''ওখানে প্রধানমন্ত্রী আগেই পৌঁছে গিয়েছেন। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও আমাকে অপেক্ষা করতে বলা হয়। ১০-১৫ মিনিট পর আমরা বললাম, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিন। বিবেক সহায় এসপিজিকে জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে ১ মিনিট কথা বলতে চান মুখ্যমন্ত্রী। এসপিজি বলল, ১ ঘণ্টা বাদে বলুন। এখন কিছু হবে না। আমরা তাও বসেছিলাম।''


মমতার সংযোজন,''কারও মাধ্যমে জানতে পারলাম ওরা কনফারেন্স রুমে। গেলাম কনফারেন্স রুমে। ওরা কিছু ফাঁকা চেয়ার দেখিয়েছে। আগে মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা ছিল। রাজ্যপাল, কেন্দ্রীয়মন্ত্রী, বিধায়ক ও বিরোধী দলনেতা ছিলেন। সৌজন্য রাখতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করি। আমরা অনুমতি নিয়ে ঢুকি। বলি, প্রধানমন্ত্রীজি আমরা দিঘায় যাব। আবহাওয়া খারাপ হলেও কলাইকুণ্ডায় এসেছি। আপনি কিছু মনে না করলে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির ফাইল আপনার হাতে তুলে দিতে চাই। আমি ওঁর অনুমতি নিয়ে চলে এসেছি। আমাদের কী দোষ?'' 


আরও পড়ুন- আলাপন বাঙালি বলে এত রাগ? নোংরা খেলা খেলবেন না, চিঠি প্রত্যাহার করুন: Mamata