আলাপন বাঙালি বলে এত রাগ? নোংরা খেলা খেলবেন না, চিঠি প্রত্যাহার করুন: Mamata

'শুধু আমাকে নয়, মুখ্যসচিবকেও (Alapan Bandyopadhyay) বিব্রত করছেন', বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

Updated By: May 29, 2021, 04:46 PM IST
আলাপন বাঙালি বলে এত রাগ? নোংরা খেলা খেলবেন না, চিঠি প্রত্যাহার করুন: Mamata

নিজস্ব প্রতিবেদন: মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandyopadhyay) বদলির নির্দেশ প্রত্যাহারের জন্য কেন্দ্রের কাছে আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর বার্তা,''আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বলব প্রতিহিংসার রাজনীতি করবেন না।''  

 

এ দিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন,''মুখ্যসচিবের কি দোষ? তিনি আমার সঙ্গে কাজ করছেন। মুখ্যসচিব রাজ্য সরকারের অফিসার। কোনও আলোচনা ছাড়াই রাজ্যের প্রশাসনিক প্রধানকে ডাকছেন! ৩১ মে কাজে যোগ দিতে বলছেন। কোভিড, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য ৩ মাসের জন্য তাঁর মেয়াদ বৃদ্ধি চেয়েছিলাম। ১৫ দিন পর জবাব পাই। ৩ মাসের মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়। কোন আইনে চলে আসতে বলছেন? কেন এমন করছেন? শুধু আমাকে নয়, মুখ্যসচিবকেও বিব্রত করছেন! মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবকে হেনস্থা করছেন।'' এর কারণও ব্যাখ্যা করেছেন মমতা। তাঁর কথায়,''আমরা বিশাল জয় পেয়েছি বলেই কি এমনটা করছেন! কী না করেছেন নির্বাচনে! বাংলার মানুষ আমাকে ভোট দিয়েছে। দয়া করে জনাদেশ স্বীকার করে নিন। প্রতিদিন ঝগড়া করছেন। আপনারা যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে ফেলতে চাইছেন।''

বাঙালি বলেই কি আলাপনকে টার্গেট করা হল, সেই প্রশ্নও তুলেছেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,''আমরা ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত মানুষের ত্রাণ, বাসস্থান নিয়ে অতন্দ্র প্রহরীর মতো কাজ করছি। এই সময় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর এটা কাজ! শুধুমাত্র একটা সরকারকে বদনাম করা হচ্ছে। কই অন্য রাজ্যগুলির সঙ্গে তো করে না। বাংলার উপরে এত রাগ কেন? আলাপন বাঙালি বলে এত রাগ? আমার মুখ্যসচিব বাঙালি ও অবাঙালি থেকেছেন। আগে রাজীব সিনহা ছিলেন। আমি বাঙালি-অবাঙালি করতে চাই না। আমিও তো দিল্লি থেকে বাংলার অফিসারদের ডেকে নিতে পারি। কেন্দ্র-রাজ্য একটা তো সাংবিধানিক বোঝাপড়া থাকবে। সৌজন্য থাকবে।''

আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি-চিঠি ফেরত নেওয়ার আবেদনও করেছেন মমতা (Mamata Banerjee)। বলেন,''মানুষই আমার অগ্রাধিকার। দয়া করে নোংরা খেলা খেলবেন না। মুখ্যসচিবের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে রাস্তায় নেমেছেন। প্রতিহিংসা থামান। চিঠি প্রত্যাহার করুন। ঘূর্ণিঝড় ও কোভিড নিয়ে কাজ করতে দিন মুখ্য়সচিবকে (Alapan Bandyopadhyay)।''.

আরও পড়ুন- Mamata-কে 'যুক্তরাষ্ট্রীয়' পাঠ ধনখড়, শুভেন্দু, শাহের; জ্ঞান দেবেন না, পাল্টা TMC

.