নিজস্ব প্রতিবেদন: 'রাজ্য যুবমোর্চায় ভয়ঙ্কর পরিস্থিতি চলছে'। হোয়াটস অ্যাপ বিতর্কে এবার সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে দিলীপ ঘোষের কাছে নালিশ জানালেন যুবমোর্চার কর্মীদের একাংশ। অভিযোগ করলেন, 'সংগঠনের সভাপতি হিসেবে একনায়কতন্ত্র চালাচ্ছেন। রাজনীতি করতে দেবেন না বলে হুমকি দিচ্ছেন'! বিষ্ণুপুরের সাংসদের সোজাসাপ্টা প্রতিক্রিয়া, 'দলের রাজ্য সভাপতি যদি জানতে চান, তাহলে জবাব দেব'। বিজেপির রাজ্য সভাপতি সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফোন ধরেননি তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপি যুবমোর্চার রাজ্য সভাপতি থাকবেন কিনা, তা নিয়ে টানাপোড়েন ছিলই। ফের বিতর্কে জড়ালেন সৌমিত্র খাঁ। গেরুয়াশিবির সূত্রে খবর, দিন দুয়েক  আগে মৌমিতা সাহাকে নামে এক নেত্রীকে যুবমোর্চার রাজ্য সম্পাদক নিয়োগ করেন তিনি। গতকাল অর্থাৎ বুধবার নয়া রাজ্য সম্পাদককে যুবমোর্চার অফিশিয়াস হোয়াটস অ্যাপ গ্রুপের যুক্ত করারও নির্দেশ দেন। কিন্তু সদ্য সংগঠনে আসা, অনভিজ্ঞ এক নেত্রীকে কেন রাজ্য সম্পাদক করা হল? প্রশ্ন তুলেছেন রাজ্য যুবমোর্চার কর্মীদের একাংশ। মোর্চার কর্মীদের একাংশের আক্রমণের মুখে পড়ে  বিজেপির অফিস সেক্রেটারিকে সৌমিত্র খাঁ নির্দেশ দেন, তাঁকে যেন যুবমোর্চার অফিশিয়াস হোয়াটস অ্যাপ গ্রুপের অ্যাডমিন করা হয়। অ্যাডম্যান হওয়ার পরেই তিনজনকে গ্রুপ থেকে বের করে দেন বিজেপির যুবমোর্চার রাজ্য সভাপতি। এমনকী,  তাতেও যখন আক্রমণ থামল না, তখন গ্রুপের পোস্টিং রাইটস শুধুমাত্র অ্যাডমিনের জন্য সীমাবদ্ধ করে দেন সৌমিত্র।


আরও পড়ুন: সাংগঠনিক বৈঠকে যুবনেতার মৃত্যু, হেস্টিংস থেকে পাততাড়ি গোটাল BJP


এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে মেইল করে সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মোর্চা কর্মীদের একাংশ। চিঠি পাঠানো হল দলের সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকেও। বস্তুত, মুরলিধর সেন লেনে বিজেপির রাজ্য দফতরে সশরীরের হাজির হয়ে সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের কাছেও অভিযোগ জানিয়েছেন বিক্ষুদ্ধ কর্মীরা।  জি ২৪ ঘণ্টাকে সৌমিত্র খাঁ জানিয়েছেন, 'ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক দল। কেউ যদি দিলীপদার কাছে অভিযোগ জানিয়ে থাকে, তাহলে বলব সঠিক কাজ করেছেন। মিডিয়ার সামনে কিছু বলব না। দলের রাজ্য সভাপতি যদি জানতে চান, তাহলে জবাব দেব'।


আরও পড়ুন: বিভিন্ন মামলায় 'পলাতক' রাজ্যের বেশ কয়েকজন বিধায়ক ও সাংসদ, রিপোর্ট জমা হাইকোর্টে


প্রসঙ্গত, চলতি মাসেই  ফেসবুকে পোস্ট দিয়ে যুব মোর্চার রাজ্য সভাতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সৌমিত্র খাঁ। ফেসবুক লাইভে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র জলঘোলা কম হয়নি। কয়েক ঘণ্টার পর আবার ফেসবুকে পোস্ট দিয়েই সৌমিত্র জানান, 'ইস্তফার সিদ্ধান্ত প্রত্যাহার করছেন'।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)