নিজস্ব প্রতিবেদন: আধার নম্বর একটা 'ইউনিক নাম্বার'। একজনের নাম্বার অন্যের সঙ্গে মেলবার কথা নয়। কিন্তু আজকাল এক শ্রেণির অশুভ গোষ্ঠী সব কিছুরই নকল এনে বিভ্রান্ত করছে মানুষকে। তাই সাবধান থাকা দরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আধার একটি ১২ সংখ্যার নাম্বার। প্রত্যেক ভারতবাসীর বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক ডাটা সংগ্রহ করে তার ভিত্তিতে এই কার্ড তৈরি হয়। যাঁর কার্ড হয়ে গিয়েছে, তিনি তাঁর কার্ডের সত্যতা যাচাই করে নিতে পারেন এই সাতটি ধাপ অনুসরণ করে:


১  প্রথমে UIDAI’s official website - uidai.gov.in.-য়ে যান


২ নীচের মেনুর তালিকা থেকে 'Aadhaar Services’ সিলেক্ট করুন


৩ এবার 'Aadhaar Verification' ট্যাব সিলেক্ট করুন


৪ এবার এখানে ১২ ডিজিটের আধার নাম্বার বসান


৫ ক্যাপচা বা সিকিউরিটি কোড পাঞ্চ করুন


৬ এবার 'সাবমিট' বাটনে ক্লিক করুন


৭ একটি পেজ খুলে যাবে, যেখানে আপনার আধার কার্ড বিষয়ক তথ্য সুরক্ষিত আছে; যা আপনি দেখে নিতে পারেন।


ব্যস! আপনি জেনে গেলেন আপনার আধার কার্ড জাল কিনা। আসলে আধার ভেরিফিকেশন খুবই জরুরি। কেননা KYC ডকুমেন্ট হিসেবে সারা দেশে আধারই স্বীকৃত। সুতরাং সেটি বাজিয়ে দেখা জরুরি। 
 
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Rooftop Garden: ছাদবাগান! দূষণের চোখে চোখ রেখে গড়ে তুলুন একটুকরো নিজস্ব সবুজ