অগ্নি ও সাক্ষী
সায়ন ভট্টাচার্য্য
---অগ্নি ও সাক্ষী
---নর্মদার তীরে পলাশের আঙিনায় দু'জনার হৃদয়ে প্রথম রঙ লেগেছিল৷
---হঠাৎ সাক্ষীর জীবনে ছন্দপতন৷ বসন্তের এক সন্ধ্যায় নাম না জানা ব্যর্থ প্রেমিক সাক্ষীর মুখখানি ঝলসে দেয়৷
---আজ বছর পার হয়ে প্রজাপতির ডানায় ভর করে বসন্ত আবার ফিরেছে৷
---"অগ্নিসাক্ষী" করে আজ ওদের চার হাত এক হলো৷ ভালোবাসা যেখানে প্রাসঙ্গিক সেখানে রুপ-লাবণ্য ঝড়া পাতার মতো।।।