নিজস্ব প্রতিবেদন: অমাবস্যা পূর্ণিমা মানেই তা ধর্মীয় মানুষদের কাছে বিশেষ পালনীয় তিথি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যেমন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা। এটি হল আষাঢ় অমাবস্যা। আজ, ২৮ জুন মঙ্গলবার, সেই আষাঢ় অমাবস্যার দিন। আজ অমাবস্যা শুরু হয়েছে ভোর ৫টা ৫২ মিনিটে। অমাবস্যা থাকছে আগামি কাল ২৯ জুন বুধবার সকাল ০৮:২১ পর্যন্ত।


 অন্ন ও বস্ত্র দান করলে পিতৃপুরুষেরা তৃপ্ত হন। 


এদিন কিছু কিছু অবশ্য করণীয় কাজ থাকে। সেগুলি মেনে চললে বিশেষ পুণ্য লাভ হয়।  


১) আষাঢ় অমাবস্যার দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নিতে হয়। গঙ্গাস্নান করা ভালো। স্নান সেরে সূর্যোদয়ের সময় সূর্যদেবকে জল নিবেদন করুন। 


২) গঙ্গাস্নানের পর পিতৃপুরুষদের জন্য তর্পণ করুন। অমাবস্যা তিথিতে তর্পণ, পিণ্ডদান, পিতৃপুরুষের শ্রাদ্ধ করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। 


৩) এদিন দান-দক্ষিণা বিধেয়। আর্তকে ভোজন করান। ব্রাহ্মণভোজনও করাতে পারেন। পশুপক্ষী যেমন, গরু, কুকুর ও কাককে খাওয়ান।


৪) এই তিথিতে গাছ-গাছালি লাগালে গ্রহদোষ দূর হয়।


 ৫) এ দিন শিব পূজা করলে কালসর্প দোষ থেকে মুক্তি মেলে। এদিন শিবের রুদ্রাভিষেক করলে তাঁর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় বলে ভক্তের বিশ্বাস। এদিন শ্রীবিষ্ণু পুজোরও বিধান আছে।


৬) অমাবস্যার দিনে স্নান সেরে অশ্বত্থ গাছের পুজো করতে পারলে বিশেষ ফললাভ। গাছে জল, ফুল, ফল, ধূপ, দীপ নিবেদন করুন। এর ফলে কোষ্ঠীদোষ দূর হয় বলে বিশ্বাস।


৭) অমাবস্যায় প্রদীপ প্রজ্জ্বলনের বিশেষ গুরুত্ব রয়েছে। এতে জীবনের সমস্ত ঝামেলাঝঞ্ঝাট দূর হয়, সংসারে সুখসমৃদ্ধি বিরাজ করে।


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Bank Holidays in July: জুলাই মাসের প্রায় অর্ধেক দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক! দেখে নিন ছুটির তালিকা