Bank Holidays in July: জুলাই মাসের প্রায় অর্ধেক দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক! দেখে নিন ছুটির তালিকা

আপনার হাতে যদি এমন কিছু কাজ থাকে যেজন্য আপনাকে জুলাই মাসেই ব্যাঙ্কে যেতে হবে, তা হলে কিন্তু আপনার কাজের পরিকল্পনা একটু ভেবেচিন্তে করাই মঙ্গল।

Updated By: Jun 27, 2022, 12:16 PM IST
Bank Holidays in July: জুলাই মাসের প্রায় অর্ধেক দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক! দেখে নিন ছুটির তালিকা

নিজস্ব প্রতিবেদন: জুলাই মাসটা শুরুই হচ্ছে ব্যাঙ্ক হলিডে দিয়ে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই-এর নিয়ম মোতাবেকই এই হলিডে-ক্যালেন্ডার।  

নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বা এনআই অ্যাক্টের নিয়মে নিম্নলিখিত দিনগুলিতে বন্ধ থাকছে ব্যাঙ্ক:

১ জুলাই-- রথযাত্রার ছুটি 

৭ জুলাই -- খরচি পুজো, এটি আগরতলায় বন্ধ 

৯ জুলাই-- বকরি ইদ; এমনিতেও এটি সেকেন্ড সাটার ডে।

১১ জুলাই-- জম্মু ও শ্রীনগরে ইদ-উল-আজহা 

১৩ জুলাই-- গ্যাংটকে ভানুজয়ন্তীর ছুটি  

১৪ জুলাই-- শিলংয়ে বেহ ডায়েনখ্লাম

১৬ জুলাই-- দেহরাদুনে হরেলার ছুটি

২৬ জুলাই-- আগরতলায় কের পুজো

এ ছাড়াও সাতটা উইকেন্ড লিভস পড়ছে, যা অন্য ছুটির সঙ্গে জড়িয়ে থাকছে। সেগুলি এরকম:

৩ জুলাই-- প্রথম রবিবার

৯ জুলাই-- সেকেন্ড সাটার ডে ও বকরিদ 

১০ জুলাই-- সেকেন্ড সানডে

১৭ জুলাই-- তৃতীয় রবিবার

২৩ জুলাই-- ফোর্থ সাটারডে

২৪ জুলাই-- ফোর্থ সানডে

৩১ জুলাই-- ফিফ্থ সানডে

ফলে, আপনার হাতে যদি এমন কিছু কাজ থাকে যেজন্য আপনাকে জুলাই মাসেই ব্যাঙ্কে যেতে হবে, তা হলে কিন্তু আপনার কাজের পরিকল্পনা একটু ভেবেচিন্তে করাই মঙ্গল। কেননা, আগামি মাসের অর্ধেক দিনই ব্যাঙ্ক বন্ধ থাকছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: Rath Yatra 2022: জেনে নিন এ বছরের রথযাত্রার দিন-ক্ষণ, তিথি!

.