জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পৃথিবীতে প্রাণের উদ্ভব কীভাবে হয়েছিল, তা নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। যদিও মহাকাশবিজ্ঞানীদের একাংশ মনে করেন, জীবনের জন্য প্রয়োজনীয় আদি উপাদানগুলি মহাকাশ থেকেই এসেছিল। সম্প্রতি গ্রহাণুর নমুনা বিশ্লেষণ করে নিশ্চিত করা হয়েছে যে মহাকাশ থেকে পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়েছিল। যদিও এ নিয়েও একাধিক বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Lakshmi: ব্যাঙ্ক ব্যালেন্সে ঘাটতি থেকে যাচ্ছে? লক্ষ্মীদেবীকে মুঠোয় রাখুন এই উপায়ে 


বিজ্ঞানীরা মঙ্গলবার বলেছেন যে ২০১৯ এ রিয়াগুতে দুটি সাইট থেকে জাপানি স্পেস এজেন্সির হায়াবুসা-২ মহাকাশযান গ্রহাণু থেকে ইউরাসিল এবং নিয়াসিন শনাক্ত করেছে। এই দুই উপাদান RNA-এর কাঠামোর মূল উপাদান। প্রাণের সঞ্চারের সম্ভাবনার ইঙ্গিত রয়েছে এখানেই। অন্যদিকে, নিয়াসিন, যাকে ভিটামিন বি 3 বা নিকোটিনিক অ্যাসিডও বলা হয়, এটি শরীরে বিপাকীয় ক্রিয়ায় সাহায্য করে।


ল্যাবরেটরিতে প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগের গ্রহাণু পরীক্ষানিরীক্ষা করে দেখা গেছে। আইসোটোপিক কনফিগারেশন থেকে জানা গেছে যে গ্রহাণু রিউগু সূর্য থেকে অনেক দূরে, নেপচুনের কক্ষপথের কাছাকাছি কোথাও তৈরি হয়েছিল। এই পরীক্ষার পর বিজ্ঞানীরা জানিয়েছেন, বহির্জাগতিক পরিবেশে যে  ইউরাসিল এবং নিয়াসিন থাকতে পারে তা গুরুত্বপূর্ণ আবিষ্কার। এর থেকে বোজা যায় যে পৃথিবীতে বিবর্তনের সময় প্রাণের আবিষ্কারে বাইরে থেকে আসতে পারে সেই উপাদান। 


রাইবো নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান হল ইউরাসিল। আরএনএ, সমস্ত জীবন্ত কোষে উপস্থিত একটি অণু, জিনের কোডিং, নিয়ন্ত্রণ এবং কার্যকলাপের সঙ্গে জড়িত। আরএনএ-র ডিএনএ-র সঙ্গে কাঠামোগত মিল রয়েছে। নিয়াসিন মেটাবলিজমের জন্য ততটাই জরুরি। এটি জীবন্ত প্রাণীকোষে "শক্তি" তৈরি করতে সাহায্য করে। গবেষকরা রিয়ুগু নমুনাগুলিতে ইউরাসিল, নিয়াসিন এবং কিছু অন্যান্য জৈব যৌগগুলির লিক্যুইড  ক্রোমাটোগ্রাফি করে স্পেকট্রোমেট্রি করেন। সেখানেই সনাক্ত করা যায় এই অ্যামিনো অ্যাসিডগুলিকে।


আরও পড়ুন, Vikram Samvat 2080: নববর্ষে তৈরি হচ্ছে গজকেশরী যোগ, লাভের মুখ দেখতে চলেছে এই ৪ রাশি


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)