নিজস্ব প্রতিবেদন: ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের সামনে আসতে চলেছে একটি বড় পরিবর্তন। আরবিআই প্রতিটি সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কের জন্য এটিএম থেকে টাকা তোলার উপর চার্জ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মাসিক বিনামূল্যের টাকা তোলার সীমা শেষ হয়ে গেলে এই বর্ধিত চার্জ প্রযোজ্য হবে। আরবিআইয়ের বিজ্ঞপ্তি অনুসারে, গ্রাহকদের টাকা তোলার জন্য আগে যে পরিমাণ অর্থ প্রদান করত তার থেকে এক টাকা বেশি দিতে হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গ্রাহকরা ইতিমধ্যেই তাদের ব্যাঙ্কের তরফে এসএমএস-এর মাধ্যমে এই বিজ্ঞপ্তি পাওয়া শুরু করে দিয়েছেন। নতুন ব্যাবস্থায় গ্রাহকদের বিনামূল্যের সীমা পেরনোর পরে প্রতিবার টাকা তুললে ২০ টাকার বদলে ২১ টাকা দিতে হবে। আরবিআই জানিয়েছে ২০১৪ সালের অগাস্ট মাসের পরে টাকা তোলার ক্ষেত্রে দাম বাড়ানো হয় নি। ব্যাঙ্কগুলিকে হাই ইন্টারচেঞ্জ ফি এবং দামের জেনারেল এস্কেলেশন এর ক্ষেত্রে সহায়তা করার জন্য এই মূল্যবৃদ্ধি বলে জানানো হয়েছে। 


আরও পড়ুন: AITC Goa: তিন মাসেই মোহভঙ্গ? তৃণমূল ছাড়লেন Lavoo


গ্রাহকদের নিজেদের ব্যাঙ্কের প্রথম পাঁচটি লেনদেনের পরে এই টাকা দিতে হবে। গ্রাহকরা প্রতিমাসে মেট্রো শহরে তিনবার এবং অন্য শহরে পাঁচবার, অন্য ব্যাঙ্কের এটিএম থেকে বিনামূল্যে টাকা তুলতে পারবেন। এই নতুন নিয়ম টাকা রিসাইকেলার মেশিনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এই নতুন নিয়ম বানানোর জন্য আরবিআই ২০১৯ সালের অগাস্ট মাসে একটি কমিটি তৈরি করে। 


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App