জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেখতে দেখতে পাঁচটি দিন যেন কিভাবে কেটে গেল। এইতো সেদিন যেন মা এলেন পঞ্চমীতে আর কিভাবে যেন তা সপ্তমী, অষ্টমী, নবমী- পার করে অবশেষে বিজয়া দশমী চলে এলো। আবার এক বছরের অপেক্ষা নিয়ে আশায় বুক বাঁধেন সকলে। মিষ্টিমুখ, সিঁদুর খেলা, কোলাকুলির মাধ্যমে একটু হলেও সেই দুঃখ ভোলার চেষ্টা করেন সকলে। এরমধ্যেই নিজের প্রিয়জনদের বিজয়ার শুভেচ্ছা জানাতে ভুলবেন না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দাঁড়িয়ে তরী সমুখদ্বারে এবার খোলো দোর,


যাবার বেলা ঘনিয়ে এলো ঊমা রে আজ তোর।


ছেলেখেলার ছেলেবেলায় ভুলে ছিলি বিদায়বেলায়-


দু-চোখ যতই বন্ধ রাখিস কাটবেই স্বপন ঘোর।


মেঘে মেঘে বিষাদ লেখে আজ বিজয়ার ভোর।


'যা চলে যা' গানের পালা সাঙ্গ এবার তোর।



দুগগা দুগগা!


যে যাওয়া সবাই জানে,তবুও এমন বাজে প্রাণে!


জানি- আসবি ফিরে তারই টানে......


শুভ বিজয়া! ছোটো বড় সব্বাইকে!


গুরুজনদের প্রণাম, ছোটদের স্নেহের আশীর্বাদ ও ভালোবাসা জানানোর পাশাপাশি এখন ভার্চুয়াল মাধ্যমে শুভেচ্ছা জানানোর নতুন রীতিতে অভ্যস্ত হয়ে উঠেছেন সকলে। নিয়ম-আচার অনুষ্ঠান পালন অবশ্যই করুন। বিজয়ায় তোমার জীবন নতুন আলো ও নতুন শক্তি উজ্জ্বল হবে। মা তোমাকে সব সময় শক্তি জোগা। তোমার সব স্বপ্ন সফল হওয়ার আশীর্বাদ করুক। শুভ বিজয় দশমী। 


ঢাকের উপার ছিল কাঠি,


পূজা হল জমজমমাটি।


আজ মায়ের ফেরার পালা,


জানাই তাই এই বেলা। শুভ বিজায়া।


ঢাকের কাঠি মিষ্টি রেশ, 
পুজো এবার হল শেষ। 
নতুন আশায় বাঁধছি বুক, 
সবার ইচ্ছাপূরণ হোক। 
বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা।


বিজয়া দশমী উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা। মা দুর্গা আপনার মঙ্গল করুন। সুখে থাকুন আপনি। আসছে বছর আবার হবে।


আরও পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)