ওয়েব ডেস্ক: টার্গেট দেশের অর্থনীতিকে পুরোপুরি ডিজিটাল করে তোলা। নগদে নয় কার্ডে, অনলাইনে  হবে সব লেনদেন। পকেটে মানি ব্যাগ নয়, ফোন থাকলেই হবে। কিন্তু তেমন নগদহীন অর্থনীতির জন্য আদৌ কী তৈরি ভারত?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত এক মাসে হঠাত্ই বদলে যাচ্ছে চার পাশ। হাটে বাজারে এখন ক্যাশলেস হওয়ার ডাক। প্রধানমন্ত্রী বলছেন গো ডিজিটাল। কেন্দ্রের দু চোখে ডিজিটাল স্বপ্ন। কিন্তু ডিজিটাল স্বপ্ন দেখার জন্য আদৌ কি প্রস্তুত ভারতের আম আদমি...


সরকার বলছে, হাতে ফোন, পকেটে কার্ড থাকলেই হবে চুটকিতে লেনদেন। ডিজিটাল লেনদেনে উত্সাহ বাড়াতে ডিসেম্বরের মরশুমে রীতিমতো সান্তাক্লজ হয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার ঘোষণা হয়েছে একগুচ্ছ ছাড়। কিন্তু এসব সুযোগ সুবিধা নিতে কতটা তৈরি ভারত?
 


মাত্র ২% মানুষ ডিজিটাল লেনদেনে অভ্যস্ত। দেশের সর্বত্র ইন্টারনেট পরিষেবা নেই। 


অনেক মানুষের কাছে ফোনের নেটওয়ার্কই নেই। দেশের সর্বত্র ব্যাঙ্কিং পরিষেবাও পৌঁছয়নি  


ভারতে ১ লাখ জনসংখ্যা পিছু ATM মাত্র ১৮টি। ব্রাজিলে ১ লাখ জনসংখ্যা পিছু ATM ১২৯টি


মাত্র ২২% ভারতীয় প্রয়োজনে ইন্টারনেট ব্যবহার করেন। এর মধ্যে অধিকাংশই শহরের মানুষ


মাত্র ১৭% মানুষের হাতে স্মার্ট ফোন আছে। ১০ লাখ মানুষ পিছু POS মেশিন ৮৫৬টি। 


এই পরিস্থিতিতেই ডিজিটাল অর্থনীতির দিকে পা বাড়ানোর সাহস দেখিয়েছেন নরেন্দ্র মোদী। 
স্বপ্ন পুরোটা ডিজিটাল হওয়া। যা এখনও কেউ হয়নি। 


কোন দেশ কতটা ক্যাশলেস? পরিসংখ্যান বলছে, 
সিঙ্গাপুর ৬১%
নেদারল্যান্ডস ৬০%
ফ্রান্স ৫৯%
সুইডেন ৫৯%
ব্রিটেন ৫২%
মার্কিন যুক্তরাষ্ট্র ৪৫% আর 
চিনে ১০% ডিজিটাল লেনদেন  হয়। 


আরও পড়ুন- #গো ডিজিটাল, অনলাইন ট্রেন টিকিটে বড়সড় সুবিধা!


পুরো ক্যাশলেস হতে পারেনি কেউই। 
গত একমাসে নোট বাতিলের পর নোটের ঘাটতি এখনও কাটাতে পারেনি কেন্দ্র। 
নোট বাতিলের পর, এখনও পর্যন্ত ব্যাঙ্কে জমা পড়েছে ১১ লক্ষ পঞ্চান্ন হাজার কোটি টাকার পুরনো নোট 


আর বাজারে এসেছে নতুন নোটে তিন লক্ষ একাশি হাজার কোটি টাকার নগদ। জমা পড়া টাকা আর বাজারে আসা নগদের ঘাটতি সাত লক্ষ সত্তর হাজার কোটি টাকা। প্রশ্ন উঠছে সেই ডিসেম্বর মাস শেষ হওয়ার আগে মাত্র তিন সপ্তাহে আদৌ মেটানো যাবে এই ঘাটতি?


আরও পড়ুন- কালো টাকার মালিকরা কি এভাবে কালো টাকা সাদা করে নিল?


নাকি নতুন বছরেও লাগু থাকবে টাকা তোলার ঊর্ধ্বসীমা? আর এসবের মধ্যে আরও বড় হয়ে উঠছে আরেকটা প্রশ্ন- নোট নিয়েই যখন এই হাল, তখন ডিজিটালের পথে কতটা তৈরি দেশ?