নিজস্ব প্রতিবেদন: চারধাম যাত্রা প্রতিটি ভারতীয়ের মনেই ভিন্ন রোমাঞ্চ নিয়ে আসে। যুগ যুগ ধরে ভক্তেরা এই তীর্থপথে আসেন পুণ্যসঞ্চয়ের লোভে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত বছর করোনার কারণে চারধাম যাত্রা হয়নি। ব্যাহত হয়েছিল তার আগের বছরেও। তাই সকলে অধীর আগ্রহে এ বছরের জন্য অপেক্ষা করছিল। অবশেষে এসে গেল সেই লগ্ন। আজ, অক্ষয় তৃতীয়ার দিন ৩ মে শুরু হচ্ছে চারধাম যাত্রা।


সাধারণত এদিনই চারধাম-- কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রীর দ্বারোদ্ঘাটন হয়। তবে এ বছর আজকের দিনে ৩ মে অক্ষয় তৃতীয়ার দিন খুলছে শুধুই যমুনোত্রী। আগামি ৬ মে খুলবে কেদারমন্দিরের দ্বার, বদ্রীনারায়ণের মন্দির খুলছে ৮ মে।   


উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি যমুনোত্রী ধাম উদ্ঘাটনের কথা জানান এবং তিনি যমুনোত্রী ধামের উদ্দেশ্যে যাত্রীদের শুভেচ্ছা জানান।


আরও পড়ুন: Jagannath Dev: আজ, অক্ষয় তৃতীয়ার দিন পুরীতে জগন্নাথমন্দিরে বিশেষ কী হয় জানেন?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)