নিজস্ব প্রতিবেদন: সোমবার বাণিজ্যিক সিলিন্ডারের জন্য এলপিজির দাম একধাক্কায় বাড়ল ২৬৬ টাকা। নতুন বর্ধিত দাম কার্যকর হবে সোমবার থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম সোমবার থেকে ২০০০.৫০ টাকা হবে যা আগে ১৭৩৪ টাকা ছিল। তবে আশার খবর হল যে পেট্রোলিয়াম সংস্থাগুলি দেশীয় এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায়নি।


আরও পড়ুন: নভেম্বরে বিনিয়গের জন্য দেখে নিন সেরা ৫টি IPO


আরও পড়ুন: Tokyo: ছুরির আঘাতে আহত ১০, টোকিয়োর ট্রেনে আগুন লাগানোর চেষ্টা


মুম্বাইতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হবে ১,৯৫০ টাকা। এর আগের দাম ১,৬৮৩ টাকা ছিল। কলকাতা এবং চেন্নাইতে, একটি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন হবে যথাক্রমে ২,০৭৩.৫০ টাকা এবং ২,১৩৩ টাকা। 


এর আগে ৬ অক্টোবর, পেট্রোলিয়াম সংস্থাগুলি গার্হস্থ্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ১৫ টাকা বাড়িয়েছিল। দিল্লিতে ভর্তুকিবিহীন ১৪.২ কেজি গার্হস্থ্য সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ৮৯৯.৫০ টাকা, যেখানে ৫ কেজি গার্হস্থ্য সিলিন্ডারের নতুন দাম ৫০২ টাকায় দাঁড়িয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)