জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্রাহকদের জন্য একটি বড় স্বস্তির খবর। তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) বাণিজ্যিক ব্যবহারের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম কমিয়েছে। প্রতিবেদন অনুসারে, তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক ব্যবহারের জন্য ১৯-কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা কমিয়েছে। আজ ১ সেপ্টেম্বর, ২০২২ থেকে কার্যকর হয়েছে নতুন দাম। ঘোষণা অনুসারে, একটি ১৯ কেজি বাণিজ্যিক ইন্ডেন গ্যাস সিলিন্ডারের দাম এখন ১৯৭৬.০৭ টাকার বদলে হবে ১৮৮৫ টাকা। একইভাবে, একটি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় ২০৯৫.৫০ টাকার পরিবর্তে হবে ১৯৯৫.৫০ টাকা। মুম্বইয়ে এই দাম ১৯৩৬.৫০ টাকার পরিবর্তে হবে ১৮৪৪ টাকা। মুম্বইতে, এবং চেন্নাইতে এই দাম ২১৪১ টাকার পরিবর্তে হবে ২০৪৫ টাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বানিজ্যিক এলপিজি-র দাম কমার ফলে রেস্তোরাঁ, খাবারের দোকান এবং চা স্টল ইত্যাদিতে কিছুটা স্বস্তি এনে দেবে। ১৯ কেজি সিলিন্ডারের বৃহত্তম ব্যবহারকারী অংশ এই ব্যবসায়ীরা।


তবে এখন পর্যন্ত গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। লক্ষনীয় বিষয় যে ওএমসিগুলি মাসে দুবার এলপিজির দাম পরিবর্তনের কথা ঘোষণা করে। এই দাম পরিবর্তন হয় একবার মাসের শুরুতে এবং একবার মাসের মাঝামাঝি সময়ে। স্থানীয় ভ্যাটের উপর নির্ভর করে বিভিন্ন রাজ্যে এই দাম আলাদা হয়। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL) অনুসারে, অন্যান্য মেট্রো শহরেও একই হারে দাম কমানো হয়েছে। বাণিজ্যিক এলপিজির দাম মাসে একবার সংশোধন করা হয়।


বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে এত মাসের মধ্যে এটি পঞ্চম টানা মূল্য হ্রাস। ১ অগস্ট, এর দাম ৩৬ টাকা হ্রাস করা হয়। ইতিমধ্যেই গার্হস্থ্য সিলিন্ডারের (১৪.২ কেজি) দাম ৬ জুলাই বৃদ্ধি পায় ৫০ টাকা। এর পর থেকে গার্হস্থ্য সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।


আরও পড়ুনPan-Aadhar Link: আপনার আধারের সঙ্গে কি প্যান লিঙ্ক করেছেন? সহজে চেক করুন...


উল্লেখ্য, প্রতি মাসের প্রথম দিনে কিছু নতুন ও কিছু সংশোধিত নিয়ম কার্যকর হয়। এর মধ্যে এলপিজি এবং জ্বালানির হারেরও সংশোধন করা হয়েছে।


২২ মে থেকে দেশের রাজধানীতে পেট্রল এবং ডিজেলের খুচরা মূল্য অপরিবর্তিত রয়েছে। পেট্রল প্রতি লিটার ৯৬.৭২ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৯.৬১ টাকায় দাঁড়িয়েছে। উল্লেখ্য যে ভারতে, তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) খোলা বাজারে প্রচলিত দামে পরিবারগুলির কাছে ১৪.২-কেজি সিলিন্ডার বিক্রি করে। তবে সরকার প্রতি বছর সরাসরি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে ভর্তুকি প্রদান করে। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)