জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোনা বা ঝাঁটা কেনা নয়, ধনতেরাস উৎসব আজ পালিত হচ্ছে। দীপাবলির দু’দিন আগে ধনতেরাস উৎসব পালন করা হয়। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তারিখ। এই উৎসব সমৃদ্ধি, সুখ ও সমৃদ্ধির প্রতীক। ধনতেরস ধন্বন্তরী জয়ন্তী নামেও পরিচিত। কিন্তু ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে কখন? কোন সময় কেনাকাটার জন্য শুভ? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Dhanteras 2024: ঠিক সময়ে কিনলে মাথার উপর উপুড় হবে লক্ষ্মীর ঝাঁপি! জেনে নিন, ধনতেরাসে কেনাকাটার শুভ সময়...


ধন্বন্তরী জয়ন্তী নামে পরিচিত এই দিন, কারণ আয়ুর্বেদের প্রতিষ্ঠাতা ধন্বন্তরী এই দিনে আবির্ভূত হয়েছিলেন। ধনতেরাস নামটি দুটি শব্দ দ্বারা গঠিত যার মধ্যে ধন অর্থ সম্পদ ও সমৃদ্ধি এবং তেরা হল ক্যালেন্ডারের ত্রয়োদশ তারিখ। এই দিনে ভগবান ধনভন্তরী, মা লক্ষ্মী ও কুবের দেবতাকে পুজো করা হয়।


তথ্য অনুযায়ী আগামিকাল অর্থাৎ মঙ্গলবার সকাল ১০.৩১ মিনিটে ত্রয়োদশী তিথি শুরু হয়ে যাচ্ছে। থাকবে বুধবার পর্যন্ত। সেদিন দুপুর ১.১৫ মিনিটে এই তিথির সময়সীমা শেষ হচ্ছে। এবারে নাকি ধনতেরাসের দিন ত্রিপুষ্কর যোগ রয়েছে।


সন্ধ্যায় পুজো হয়। এই শুভ সময় সন্ধ্যা ৬:৩১ থেকে রাত ৮:৩১ পর্যন্ত। এর মানে আপনি ধনতেরাস পুজোর জন্য ১ ঘন্টা ৪২ মিনিট সময় পাবেন। আর কেনাকাটার জন্য যে তিনটি মুহূর্ত সবচেয়ে শুভ তার একটি শুরু হচ্ছে সকাল ৬:৩১ মিনিট থেকে। শেষ হচ্ছে সকাল ১০:৩১ মিনিটে। দ্বিতীয় মুহূর্ত সকাল ১১.৪২ মিনিট থেকে দুপুর ১২.২৭ মিনিট পর্যন্ত থাকবে। শেষ তথা তৃতীয় মুহূর্তটি গোধূলি বেলায়। 



আরও পড়ুন, Phalaharini Kali Puja 2025: দীপান্বিতা তো হল, ফলহারিণী কালী পুজো কেন করবেন, কবে, কখন...


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)