Dhanteras 2024: ঠিক সময়ে কিনলে মাথার উপর উপুড় হবে লক্ষ্মীর ঝাঁপি! জেনে নিন, ধনতেরাসে কেনাকাটার শুভ সময়...
Dhanteras Buying Time Subh Mahurat: দু'দিন পরে কালীপুজো। আজ ধনতেরস। ধনত্রয়োদশী। সোনা-রুপোর মতো মূল্যবান ধাতু কেনার দিন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুদিন পরে কালীপুজো। আর আজ ধনতেরস। সোনা-রুপোর মতো মূল্যবান ধাতু কেনার দিন। ২৯ অক্টোবর ২০২৪, মঙ্গলবার ধনতেরস অর্থাৎ, ধনত্রয়োদশী। কৃষ্ণপক্ষের ১৩ তম দিনে এই উৎসব পালিত হয়। ধনতেরসের তিথি শুরু হচ্ছে ২৯ অক্টোবর সকাল ১০টা বেজে ৩১ মিনিটে। অর্থাৎ, এখন চলছে সেই সময়। ধনতেরসের তিথি শেষ হচ্ছে আগামীকাল ৩০ অক্টোবর, বুধবার দুপুর ১টা বেজে ১৫ মিনিটে।
1/6
ধনলক্ষ্মীর কৃপা
2/6
ত্রিপুষ্কর যোগ
photos
TRENDING NOW
3/6
তিনটি মুহূর্ত
4/6
গোধূলিবেলায়
5/6
কী কিনবেন?
কিন্তু কিনবেন কী? ধনতেরসে ধাতু কেনাই রীতি। রৌপ্য মুদ্রা বা লক্ষ্মী-গণেশের মূর্তি ক্রয় করাও এই সময়টায় বিশেষ শুভ বলে মনে করা হয়। তবে এদিন আরও কিছু জিনিস কিনলে সংসারে অশেষ মঙ্গল হয়। যেমন, ঝাড়ু বা ঝাঁটা,নুন, গোটা ধনে। যাইহোক, একটা জিনিস মাথায় রাখুন, এবছর ধনতেরসে সোনা কেনার জন্য মোট ২০ ঘণ্টা ১ মিনিট শুভ সময় মিলছে।
6/6
কার পুজো
ধনতেরসের দিনটি দেবী লক্ষ্মী ও কুবেরের। তবে এঁদের পাশাপাশি এদিন ধন্বন্তরির পুজোও করা হয়। এদিন ধন্বন্তরির জন্মদিন মনে করা হয়। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)
photos