নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PMKSY) দশম কিস্তি দিতে চলেছে কৃষকদের। আগামি ১৫ ডিসেম্বর ২০২১ এই কিস্তি জমা হবে কৃষকদের ব্যাঙ্কে। PMKSY-র অধীনে নিবন্ধিত কৃষকরা পাবেন এই সুবিধা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিবন্ধিত কৃষকরা প্রতি বছর ৬০০০ টাকা পান। এই টাকা তিনটি ২০০০ টাকার কিস্তিতে দেওয়া হয়। এই যোজনার মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে সক্ষম হওয়ার সুযোগ দেয় সরকার। এই যোজনার শুরু থেকে কেন্দ্রীয় সরকার মোট নয়টি কিস্তি জমা দিয়েছে। দশম কিস্তি বাকি রয়েছে যা কৃষকরা পাবেন ১৫ ডিসেম্বরের মধ্যে।


বার্ষিক তিনটি কিস্তিতে টাকা দেওয়া ছাড়াও কেন্দ্রীয় সরকার কৃষকদের আরও কিছু সুবিধা দেয়। কেন্দ্রীয় সরকার কৃষকদের ক্রেডিট কার্ড, পেনশন এবং কৃষক আইডি কার্ড দেয়। 


আরও পড়ুন: এবার মৎস্যজীবীদের জন্য 'ক্রেডিট কার্ড' ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাতিল সাংবাদিকদের ‘মাভৈ’


কেন্দ্রীয় সরকার পিএম কিষান ক্রেডিট কার্ড দেয় কৃষকদের। পিএম কিষান জজনায় এই কার্ড দেওয়া হয়। এই ক্রেডিট কার্ড ব্যবহার করে কৃষকরা অগ্রিম নিতে পারেন কম সুদে। বর্তমানে সাট কোটির বেশি কৃষক কিষান ক্রেডিট কার্ড ব্যবহার করে। 


পিএম কিষান মানধন যোজনায় কৃষকদের অবসর সুরক্ষিত করার চেষ্টা করা হয়। এই যোজনায় কৃষকরা প্রতি মাসে অল্প পরিমান টাকা বিনিয়োগ করতে পারেন যার সাহায্যে ৬০ বছর বয়সের পরে একজন কৃষক প্রতি মাসে ৩০০০ টাকা অবধি পেনশন পেতে পারেন। 


কেন্দ্রীয় সরকার বর্তমানে কৃষকদের পিএম কিষান আইডি কার্ড দেওয়ার পরিকল্পনা করছে। এই আইডি কার্ডের সঙ্গে কৃষকের ল্যান্ড রেকর্ড যুক্ত থাকবে যার সাহায্যে শুধুমাত্র যোগ্য কৃষকরাই বিভিন্ন যোজনার সুবিধা পেতে পারে।   


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)