মানুষের মতোই খাবার থেকে অ্যালার্জি হতে পারে পোষ্যদেরও
ওয়েব ডেস্ক: আমাদের প্রত্যেকেরই কিছু না কিছুতে অ্যালার্জি থাকে। বিশেষ করে খাবারের ক্ষেত্রে। কেউ সয়াবিন থেকে অ্যালার্জিতে ভোগেন তো কেউ মাছ কিংবা দই। কেউ আবার মাংস কিংবা বাদাম থেকে অ্যালার্জিতে ভোগেন। আমাদের মতোই একইরকম খাবারের অ্যালার্জি হতে পারে আমাদের পোষ্যদেরও।
পশু চিকিত্সকদের মতে, পোষ্যরাও বিভিন্নরকম অ্যালার্জিতে ভোগে। তাদের মধ্যে দুধের তৈরি খাবার, বাদাম, সয়াবিন, মাছ, মাংস, ডিম প্রভৃতি খাবার থেকে অ্যালার্জি হতে দেখা যায়। এই অ্যালার্জি থেকে বিশেষ করে তাদের ত্বক ক্ষতিগ্রস্থ হয়। এছাড়াও হাঁপানি হতে পারে। এমনকী এই অ্যালার্জির জন্য তারা মারাত্মক অসুখের শিকারও হতে পারে। তাই যাঁরা বাড়িতে কুকুর, বিড়াল কিংবা যেকোনও প্রাণী পোষেন, তাঁরা পোষ্যদের খাবারের ধরন এবং অ্যালার্জির দিকে অবশ্যই নজর দিন। নাহলে, অ্যালার্জির কারণে আমাদের প্রিয় পোষ্যের শরীর খারাপ হতে পারে।