নিজস্ব প্রতিবেদন: সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। অনেকটাই বাড়ল মহার্ঘ ভাতা (DA)। শুক্রবার ঘোষণা কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের (Labour and Employment Ministry)। প্রায় দেড় কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এর ফলে উপকৃত হবেন। করোনায় জর্জরিত গোটা দেশ। প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও। বেতন বৃদ্ধি বা ডিএ নিয়ে চিন্তায় ছিলেন বহু কর্মচারী। অবশেষে গতকাল সুখবর শোনাল কেন্দ্র। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রতি মাসের হিসেব অনুযায়ী দ্বিগুণ বাড়ল মহার্ঘ ভাতা (Variable Dearness Allowance)। ১০৫ টাকা থেকে বেড়ে ২১০ টাকায় দাঁড়াল। ডিএ বৃদ্ধির নয়া নিয়ম ইতিমধ্যেই পয়লা এপ্রিল থেকে কার্যকর হয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যুনতম মজুরির হারও বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে রেল, খনি, তৈলক্ষেত্র, বন্দরসহ কেন্দ্রের অধীনস্ত যেকোন প্রতিষ্ঠানের অস্থায়ী ও ঠিকাকর্মীদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়ার (Santosh Gangwar) জানিয়েছেন, 'নয়া DA নিয়মের ফলে দেশজুড়ে প্রায় ১.৫০ কোটি অস্থায়ী ও ঠিকাকর্মচারী উপকৃত হবেন। বিশেষত করোনাকালে এর প্রয়োজন ছিল।'


আরও পড়ুন: ওজন বেড়েছে সন্তানের, Corona Third wave-য়ে থাকতে পারে ঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা
আরও পড়ুন: বড়সড় সাইবার হানা Air India-য়, লাখ লাখ যাত্রীর ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা