1/6
2/6
photos
TRENDING NOW
3/6
অনেক বাবা-মা উপলব্ধি করেন না, তবে স্থূলতা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে। বাচ্চারা এখন এক বছরেরও বেশি সময় ধরে বাড়ির মধ্যে থাকছে। একটি আসীন জীবনধারা তাদের স্থূলকায় এবং নিষ্ক্রিয় করে তুলেছে। আর বাড়িতে বসে জাঙ্ক ফুড কেবল অবিরাম সমস্যাটিকে ইন্ধন জুগিয়ে গিয়েছে। এতে একাংশের ইমিউনিটি পাওয়ার জিরোতে গিয়ে ঠেকছে।
4/6
5/6
বাচ্চাদের এখন মানসিক অবস্থা বিগড়ে রয়েছে। কিন্তু কিছু বাচ্চার ক্ষেত্রে সেভাবে প্রকাশ পাওয়া যাচ্ছে না। যখনই দেখবেন, একটুতেই বাচ্চা খিটখিট করছে, ঘুমোচ্ছে না, খাওয়ায় অরুচি আসছে, তখনই বুঝবেন সন্তানের শারীরিক অবস্থা ভালো নয়। রাতারাতি কেয়ার নিন। মনে রাখবেন, ছুটে-খেলে বেড়ানোর সময় তারা দীর্ঘদিন বাড়িতে বন্দী। অনলাইন ক্লাস। বন্ধুদের সঙ্গেও দেখা সাক্ষাৎ নেই তাঁদের। সারাক্ষণ মোবাইল, ট্যাব বা ল্যাপটপে মুখ গুজে রয়েছে তারা। আর এতেই বাড়ছে ওজন।
6/6
photos