ওয়েব ডেস্ক : রিজার্ভ ব্যাঙ্কে চাকরি করার যাঁরা স্বপ্ন দেখেন, তাঁদের জন্য সুবর্ণ সুযোগ। ১৬৩টি শূন্যপদে লোক নিয়োগ করবে রিজার্ভ ব্যাঙ্ক। বেতনক্রম ৩৫,১৫০ টাকা থেকে ৬২,৪০০ টাকা। ভারতের যে কোনও জায়গায় চাকরির পোস্টিং হতে পারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কীভাবে আবেদন?


অনলাইনে গ্রেড-বি অফিসার পদে আবেদন করার শেষ দিন ৯ অগাস্ট।


আবেদন জানানোর ন্যূনতম বয়সসীমা ২১ বছর। যাঁদের বয়স ৩০ পেরিয়ে গেছে, তাঁরা আবেদন করতে পারবেন না।


আরও পড়ুন, পুজোর পরই রাজ্য সরকারে ষাট হাজার কর্মী নিয়োগ!


যে কোনও বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট হলেই আবেদন করা যাবে। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকতে হবে। ৬০ শতাংশ নম্বর থাকা বাঞ্ছনীয়। তফসিলি  প্রার্থীরা ৫০শতাংশ নম্বর পেলেই আবেদন করতে পারবেন।


অফিসার নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করে।


এগুলি নিয়োগ বিজ্ঞপ্তির প্রাথমিক কিছু তথ্য। বিস্তারিত জানার জন্য রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট www.rbi.org.in-এ দেখতে হবে। আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য মিলবে সেখানেই।


আরও পড়ুন, কুড়িটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক নেবে ৯ হাজার অফিসার, আবেদন করুন এইভাবে