নিজস্ব প্রতিবেদন: প্রতি মঙ্গলবার প্রভু রামের বীরভক্ত পবনপুত্র হনুমানজির পুজো করলে জীবনে বিশেষ কল্যাণ হয়।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার লাল পোশাক পরে লাল ফুল দিয়ে বজরঙ্গবলীর পুজো করলে জীবনের কী কী ক্ষেত্রে আপনি তাঁর আশীর্বাদ পেতে পারেন দেখে নিন: 


কর্মক্ষেত্রে সাফল্য


কর্মক্ষেত্রে আপনি চরম সফলতার স্বাদ পেতে পারেন। প্রতি মঙ্গলবার উপোস করে হনুমানজির পুজো করলে কর্মক্ষেত্রে যে কোনও ধরনের বাধা কেটে যায়। পদোন্নতির পথও প্রশস্ত হয়। কর্মজীবনে স্বপ্নপূরণ হতে সময় লাগে না।


সংসার নির্বিঘ্ন


প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করলে বাড়ির কোণে কোণে 'পজেটিভ এনার্জি' বইতে শুরু করে। যার প্রভাবে কোনও খারাপ ঘটনা ঘটে না। পরিবারের সুখ-সমৃদ্ধি হয়। 


রোগমুক্তি 


প্রতি মঙ্গলবার উপবাস করে লাল পোশাক পরে লাল ফুল দিয়ে বজরঙ্গবলীর পুজো করলে রোগব্যাধি আপনার থেকে সদা দূরে থাকবে।


অর্থপ্রাপ্তিযোগ


প্রতি মঙ্গলবার যথাবিহিত হনুমানজির পুজো করলে আর্থিক সঙ্কট ঘুচবে। শুধু তাই নয়, সম্পত্তির সঞ্চয়ও হবে। ফলে ভবিষ্যতে সমৃদ্ধি আসবে। 


প্রতি মঙ্গলবার সঙ্কটমোচন হনুমানজির পুজো করলে জীবনের সমস্ত ধরনের সঙ্কট দূর হয়, সমস্ত বাধা কেটে যায়। আপনার জীবনে শনি এবং বিশেষ করে মঙ্গলগ্রহের দোষ থাকলে কেটে যায় তা-ও।  


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: আপনার স্বামীকে কেউ Flirt করছেন? কী ভাবে সামলাবেন সেই মহিলাকে?