নিজস্ব প্রতিবেদন: ভাইবোনের ভালবাসার সম্পর্ক এক অবিকল্প সম্পর্ক। এর মধ্যে এত নিবিড় মাধুর্য যে, এই ধরনের সম্পর্কের মধ্যে না গেলে তা কারও পক্ষে সম্পূর্ণত অনুধাবন করা যায় না। প্রতি বছর অগস্টের প্রথম রবিবার 'National Sisters Day' উদযাপিত হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সহোদর-সহোদরার মধ্যেকার আশ্চর্য বন্ধন উদযাপনের দিন এই Happy Sisters Day। এ দিন ভাইবোনেরা তাদের পুরনো দিনের ছবি স্মৃতি ঘটনার কথা মনে করতে পারে। সেই সব প্রসঙ্গ এনে রঙিন করে তুলতে পারে মুহূর্তটিকে। 


আরও পড়ুন: শীঘ্রই প্রকাশিত হবে CBSE-এর দশমের রেজাল্ট, কীভাবে দেখা যাবে ফলাফল?


বাংলা সাহিত্যে, বাংলা ছবিতে ভাইবোনের সম্পর্কের অপূর্ব মাধুর্যের ভূরি ভূরি উদাহরণ। সব চেয়ে বড় দৃষ্টান্ত-- অপু-দুর্গা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাঁচালী'র (Pather Panchali) এই দুই অমর চরিত্র যেন বাঙালি ভাইবোনের সম্পর্কের নির্যাসটুকু পরম মমতায় এঁকে দিয়ে গিয়েছে। এ ছাড়া কার না মনে পড়বে, 'মা গো আমার শোলোকবলা কাজলাদিদি'র কথা! দিদি চিরতরে হারিয়ে গিয়েছে, ছোট্ট ভাই তা জানে না, বোঝে না, সে খুঁজে চলে তার দিদিকে। 


আর ছবির কথা বললেই 'মেঘে ঢাকা তারা'র (Meghe Dhaka Tara) সেই ভাইবোনের কথা না বললে যেন বিষয়টি অসম্পূর্ণ থেকে যায়। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Happy Friendship Day 2021: চাইছি তোমার বন্ধুতা