নিজস্ব প্রতিবেদন: করোনাকালেও চাকরির সুযোগ এনে দিল ভারতীয় পোস্ট অফিস।  চিফ পোস্ট মাস্টার জেনারেলের অফিস (বিহার সার্কেলে) একাধিক শূন্যপদ রয়েছে। সেই মোতাবেকই বিজ্ঞাপ্তি প্রকশিত হয়েছে৷ আগ্রহী প্রার্থীদের অবিলম্বে সেখানে আবেদন করতে বলা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পোস্ট দফতরের তরফে বলা হয়েছে উপযুক্ত প্রার্থীদের 'সরাসরি নিয়োগ' করা হবে। তবে সেই সুযোগ পাবেন 'স্পোর্টস কোঠা' সুবিধাপ্রার্থীরা। স্পোর্টসপার্সনদের জন্য এই বিশেষ সুবিধা রয়েছে। সেখানে মাল্টি টাস্কিং স্টাফ এবং পোস্টম্যান পদে একাধিক শূন্যপদ প্রকাশ হয়েছে। 


দেখুন শূন্যপদের তালিকা- 


পোস্টাল অ্যাসিস্টেন্ট- ৩১ 


সর্টিং অ্যাসিস্টেন্ট- ১১


পোস্টম্যান- ০৫


মাল্টি টাস্কিং স্টাফ- ১৩


পোস্টাল ও সর্টিং অ্যাসিস্টেন্ট পদ: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।


আরও পড়ুন, 


পোস্টম্যান:  ৩১ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।


মাল্টি-টাস্কিং স্টাফ: ৩১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী, একজন প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। 


পোস্টাল/সর্টিং অ্যাসিস্ট্যান্ট - পে স্কেল (২৫,৫০০-৮১,১০০ টাকা)।


পোস্টম্যান - পে স্কেল  ২১৭০০-৬৯,১০০ টাকা।


মাল্টি-টাস্কিং স্টাফ - পে স্কেল ১৮ হাজার থেকে ৫৬৯০০ টাকা পর্যন্ত।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App