নিজস্ব প্রতিবেদন: রয়েছে নিষেধাজ্ঞা। তবুও বিষধর সাপ নিয়ে উৎসবে মেতেছেন বাঁকুড়ার সিমলাপালের দুবরাজপুর গ্রামের বাসিন্দারা। শ্রাবণ সংক্রান্তির মনসা পুজোর দিন থেকে শুরু হয়ে তিন দিন ধরে চলে স্থানীয় ঐতিহ্য আর লোকসংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা ‘ঝাপান’ উৎসব। শুধু বাঁকুড়াতেই নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ সামিল হয়েছেন শতাব্দি প্রাচীন এই উৎসবে, ভীড় জমাচ্ছেন মেলায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উৎসবের এই তিন দিন এলাকার শিব মন্দির চত্ত্বরে ভীড় করেন এলারাক মানুষ। মনসা মঙ্গলের গানের সঙ্গেই চলতে থাকে বিষধর সাপ নিয়ে খেলা। এই সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এলাকায় বিষধর সাপ নিয়ে খেলা দেখাতে আসেন অনেক সাপুড়ে। শুধু খেলা দেখানোই নয়, চলে বিষধর সাপ নিয়ে কেরামতি দেখানোর প্রতিযোগিতাও। উত্সবকে কেন্দ্র করে জেলার বিভিন্ন জায়গায় ছোট ছোট মেলা বসে।


আরও পড়ুন: বর্ষায় ছত্রাকের সংক্রমণ থেকে ত্বককে বাঁচাতে মেনে চলুন এই টিপসগুলি


সাপ নিয়ে এই ধরনের বিপজ্জনক খেলা দেখানোর উপর প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকলেও ঐতিহ্যের এই প্রথা বন্ধ করে দিতে চান না এলাকাবাসী। তাই আইনি বিধি নিষেধ সত্ত্বেও বছরের পর বছর একই ভাবে চলছে ‘ঝাপান’ উৎসব।