জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাজাগতিক ঘটনার শেষ নেই। কয়েকদিন পরেই আগামী ২৮ তারিখে এমনই এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। বৃহস্পতির অস্ত।  বৃহস্পতিকে শিক্ষা, বিবাহ, সন্তান, সম্পদ, সৌভাগ্যের মতো শুভ কাজের কারক বলে মনে করা হয়। সামনেই বৃহস্পতির অস্ত যাওয়ার ঘটনা। তবে বৃহস্পতির অস্তগমন শুভ বলে মনে করা হয় না। যখনই বৃহস্পতি গ্রহ অস্ত যায় তখনই নানা বিপর্যয় ঘটে। এই সময়ে এমনকী নামকরণ ইত্যাদি ছোটখাটো মাঙ্গলিক কার্যও বন্ধ রাখা বিধেয়। বিয়ের মতো বড় ধরনের শুভ কাজগুলি তো সম্পূর্ণ নিষিদ্ধ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Shani Dev Vahan: আপনার ভাগ্য শনি প্রবেশ করেছে? একবার দেখেই কীভাবে বুঝবেন?


বৃহস্পতি গ্রহ আগামী ২৮ মার্চ মীন রাশিতে অস্ত যাচ্ছে। এর পরে, বৃহস্পতি আবার ২৭ এপ্রিল ২০২৩ সালে মেষ রাশিতে প্রবেশ করবে। এই কারণে, এক মাস ধরে বেশ কয়েকটি রাশির জাতকদের জীবনে নানা নেতিবাচক ঘটনা ঘটতে পারে। দেখে নেওয়া যাক সেই সব রাশি কোনটি কোনটি--


মেষ 


পরিশ্রম অনুযায়ী ফল না-ও মিলতে পারে। তীর্থযাত্রা বা দূরযাত্রায় ব্যাঘাত ঘটার আশঙ্কা। 


বৃষ 


গবেষকদের কপালে দুঃখ আছে। আর্থিক বিনিয়োগের দিক থেকে সময়টা ভালো নয়। আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি পাবে। বাড়ি বা ফ্ল্যাট বা যানবাহন ক্রয় থেকে বিরত থাকাই ভালো।


আরও পড়ুন: Ramzan 2023: জেনে নিন কবে ও কখন শুরু রমজান মাস, কোন দিনে শেষ হবে পবিত্র এই উদযাপন...


মিথুন 


কর্মক্ষেত্রে নানা চ্যালেঞ্জ সক্রিয় থাকবে। পদোন্নতির ক্ষেত্রে কিছু বিলম্ব হতে হতে পারে। ব্যবসায় ক্ষতির আশঙ্কা। দাম্পত্যে জটিলতা বাড়তে পারে।


কন্যা 


স্ত্রী এবং মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। সংসারে অশান্তি হতে পারে। দাম্পত্যজীবনে ছায়া ঘনাবে। সব ধরনের বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন।


বৃশ্চিক 


স্বাস্থ্যের অবনতি হতে পারে, পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের ব্যর্থতার মুখে পড়তে হতে পারে। সব মিলিয়ে খুব আশাব্যঞ্জক নয়।


মকর 


ভাইবোনের সম্পর্ক নষ্ট হতে পারে। আর্থিক সমস্যা ঘটতে পারে। মানসিক চাপ বাড়বে। 


ফলে আগামী কয়েকদিনের জন্য এই সব রাশির জাতকজাতিকাদের একটু সাবধানে থাকতে হবে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)