জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ আষাঢ় মাস শেষ হচ্ছে। আগামীকাল থেকে শ্রাবণ মাস শুরু। ফলে আজ সংক্রান্তি। আর এই ১৬ জুলাইয়ের সংক্রান্তিকে বলা হচ্ছে কর্কট সংক্রান্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাধারণত এই কর্কট সংক্রান্তির দিনে কিছু কিছু জিনিস পালন করেন ভক্ত বিশ্বাসীরা।


আরও পড়ুন: Chandipura Virus: প্রায় চার দশক পরে ফিরছে আতঙ্ক! ভারতে ছড়াতে শুরু করেছে মারণ এই ভাইরাস...


যেমন:


১) সকালে আগে স্নান করেন তাঁরা, সাধারণত কোনও নদীতে


২) এরপর কাচা পোশাক পরিধান, সাধারণত লাল বা কমলা রঙের পোশাক 


৩) এরপর তাম্রপাত্রে জল ভরে তাতে লালচন্দন, লাল ফুল ইত্যাদি দিয়ে সূর্যকে অর্ঘ্য নিবেদন 


৪) অর্ঘ্য নিবেদনের সময় সূর্য মন্ত্র জপ


৫) কর্কট সংক্রান্তি উপলক্ষে স্নান-জপ-পুজো ইত্যাদি করার পরে সাধ্যমতো দানধ্যান


সূর্যপুজো ভারতীয় ধর্মবিশ্বাসে অঙ্গাঙ্গী। সূর্যবংশীয় শ্রীরামও সূর্য পুজো করতেন। আবার রাবণও ছিলেন সূর্যভক্ত। আর মহাভারতের কর্ণের সূর্যভক্তির কথা তো আমরা সবাই জানি। এ-ও জানি, প্রতিদিন পুজোর পরে যে প্রার্থী তাঁর কাছে যা চাইতেন, তিনি তাঁকে তা অক্লেশে দান করতেন। এইভাবে নিজের রক্ষাকারী জেনেও কবচ-কুণ্ডল পর্যন্ত খুলে দিয়েছিলেন ব্রাহ্মণরূপী ছলনাকারী দেবতার হাতে। 


আরও পড়ুন: Chandipura Virus: প্রায় চার দশক পরে ফিরছে আতঙ্ক! ভারতে ছড়াতে শুরু করেছে মারণ এই ভাইরাস...


ভারতীয় জনজীবনে সূর্যের উপর ভক্তি-বিশ্বাসের নানা রূপ, নানা রঙ, নানা পরত। বিভিন্ন অঞ্চলে ভিন্ন নামে এই পুজো প্রচলিত। আজ, ১৬ জুলাই তেমনই এক তিথি। আজ যিনি বিধি মেনে স্নান-জপ-ধ্যান-পুজো-দান ইত্যাদি করেছেন, সন্দেহ নেই তিনি অশেষ পুণ্য অর্জন করেছেন।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)