Chandipura Virus: প্রায় চার দশক পরে ফিরছে আতঙ্ক! ভারতে ছড়াতে শুরু করেছে মারণ এই ভাইরাস...

Chandipura Virus: করোনার পরে আবার আতঙ্ক! তবে নতুন কোনও রোগ-সংক্রমণ নয়। বহু বছর পরে ফিরছে একটি সংক্রমণ। তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে দেশ জুড়ে।

| Jul 16, 2024, 14:27 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভাইরাসের নাম চাঁদিপুরা ভেসিকুলোভাইরাস ( CHPV)। Rhabdoviridae পরিবারের সদস্য। যা মানুষের এনসেফালিটিক রোগের সঙ্গে জড়িত। মস্তিষ্কে প্রদাহও হয় এর ফলে। ভারত এবং পশ্চিম আফ্রিকার এক ধরনের মাছি থেকে ছড়ায় এটি।

 

1/6

চাঁদিপুরা

১৯৬৫ সালে মহারাষ্ট্রের চাঁদিপুরা গ্রামের দুই রোগীর রক্ত ​​থেকে এটি প্রথম শনাক্ত করা হয়েছিল বলে ভাইরাসটি এই নামেই পরিচিত। 

2/6

মৃত্যুমিছিল

এর থেকে সংক্রমণের সবচেয়ে সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রে ২০২৩ সালের জুন-আগস্টে। ৩২৯ শিশু আক্রান্ত এবং ১৮৩ জন মারা গিয়েছিল!

3/6

গুজরাটে মৃত্যু

তবে, সবচেয়ে আতঙ্কের হল, এই সংক্রমণে গুজরাটে সদ্য ৪ জনের মৃত্যু।

4/6

কী কী লক্ষণ

কী কী লক্ষণ দেখা যায় এই ভাইরাসে আক্রান্ত হলে? জ্বর হয়। খিঁচুনি হয়। এটা অনেক সময় কোমায় ঠেলে দেয় আক্রান্তকে। এ থেকে মৃত্যুও হতে পারে!

5/6

এশিয়া-আফ্রিকায়

এখনও পর্যন্ত রোগটি এশিয়া এবং আফ্রিকাতেই বেশি দেখা গিয়েছে। ভারতে বেশ কয়েকবার এর ছায়া পড়েছে। 

6/6

বালিমাছি

বালিমাছির মাধ্যমে এই রোগের সংক্রমণ ছড়ায়। এদের স্যান্ডফ্লাই বলে।