নিজস্ব প্রতিবেদন: আর কয়েকদিন পরই রঙের উত্‌সব। দোল বলুন কিংবা হোলি, উত্‌সবটা একই। আর রঙের উত্‌সবে রং না মাখলে হয়। রঙের উত্‌সবে প্রিয়জনদের সঙ্গে রং মেখে ভূত তো হবেনই। তাতে যে ত্বকের বারোটা বেজে যাবে, সেদিকে খেয়াল আছে? তাহলে জেনে নিন রং খেলার আগে ত্বকে কী মেখে নিলে আর অতোটাও ক্ষতি হবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) আমন্ডের তেল শুধুমাত্র আমাদের ত্বককে হাইড্রেটই করে না। এর সঙ্গে ত্বককে রঙের হাত থেকেও রক্ষা করে। এতে প্রচুর পরিমানে ভিটামিন ই রয়েছে। যা ত্বকের প্রত্যেকটা স্তরকে রক্ষা করে। রং খেলার আগে আমন্ডের তেল ভালো করে সারা শরীরে মেখে নিন। ৫ মিনিট পর রং খেলতে লেগে পড়ুন।


আরও পড়ুন : অল্প বয়সেই চুল উঠে টাক পড়ে যাচ্ছে? জানুন কেন হচ্ছে এমন


২) রংয়ের ক্ষতিকর প্রভাবে ত্বক থেকে জল শুকিয়ে যেতে পারে। তাই রং খেলার আগে ত্বকের জলীয়ভাব বজায় রাখতে প্রচুর পরিমানে জল কিংবা ফলের রস খেয়ে নিন।
৩) ত্বককে রংয়ের ক্ষতিকর প্রভাবের হাত থেকে রক্ষা করতে ওয়াটারপ্রুফ সানস্ক্রিন ব্যবহার করা খুবই জরুরি।
৪) প্রখর রোদে রং খেলবেন না।
৫) শুধু ত্বকের যত্নই নয়, ঠোঁটের দিকে খেয়াল রাখাটাও খুব জরুরি। তাই রং খেলার আগে লিপ বাম ব্যবহার করতে ভুলবেন না।


আরও পড়ুন : ত্বক এবং চুলের জন্য কতটা উপকারী ঘি? জেনে নিন