নিজস্ব প্রতিবেদন: আধারের সঙ্গে PAN লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হলেও, ৩১ মার্চ, ২০২৩-এর মধ্যে এই লিঙ্ক না করা হলে PAN কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে। একবার স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (PAN) নিষ্ক্রিয় হয়ে গেলে, আপনি নির্দিষ্ট কিছু সরকারী পরিষেবা পাবেন না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আধারের সঙ্গে PAN লিঙ্ক করার বিষয়টি সরকার শুরু করে যখন আয়কর বিভাগের নজরে আসে যে একাধিক স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (PAN) একজন ব্যক্তিকে বরাদ্দ করা হয়েছে অথবা একাধিক ব্যক্তিকে একটি PAN বরাদ্দ করা হয়েছে।


একটি বিবৃতিতে, অর্থ মন্ত্রক গত সপ্তাহে জানিয়েছে যে ৩১ মার্চ, ২০২৩ অবধি, যে সমস্ত গ্রাহকরা তাদের আধারের সঙ্গে PAN লিঙ্ক করেননি, তাদের আয়ের রিটার্ন জমা দেওয়ার মত পরিষেবাগুলি কার্যকরী থাকবে।


অর্থ মন্ত্রক ৩০ মার্চ বলে, "৩১ মার্চ, ২০২৩-এর পরে, যে সমস্ত গ্রাহক তাদের আধার তথ্য জানাতে ব্যর্থ হবেন, তাদের প্যানকার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এবং আইনের (আয়কর আইন, ১৯৬১) অধীনে শাস্তি হতে পারে।"


আরও পড়ুন: Kissing Style: কোন রাশির জাতক পার্টনারকে কী ভাবে চুম্বন করতে পছন্দ করেন, জানেন?


PAN এবং আধার লিঙ্ক না করলে আয়কর জমা দেওয়ার অসুবিধা, রিটার্নের টাকা ফেরত না পাওয়া, বেশি ট্যাক্স কাটা এবং পেনাল্টির মত সমস্যা হতে পারে।


একটি বিজ্ঞপ্তিতে, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) গত সপ্তাহে বলে যে যারা এখনও পর্যন্ত তাদের আধার এবং প্যান নম্বর লিঙ্ক করেননি তাদের তিন মাসের মধ্যে করা হলে ৫০০ টাকা এবং এর পরে করা হলে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। তবে, আধারের সঙ্গে লিঙ্ক না করা হলেও আপাতত PAN চালু থাকবে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)