নিজস্ব প্রতিবেদন: New year celebration! ঠাণ্ডায় নতুন রূপের 'কফি হাউজে' কফি খাওয়ার পরিকল্পনা করেছেন? যদি তাই হয়, তাহলে আগাম ই-বুকিং করে নিন। হ্যাঁ, মন মতো, আপনার সময় অনুযায়ী বসার জায়গা চাইলে আর দেরি নয়, এখনই বুক করে ফেলুন New Town Coffee House-এর সিট। কারণ, করোনা ভীতিকে ব্যাক স্টেজে রেখে পুরোনো কফি হাউজ ছেড়ে নতুন ঝলমলে কফি হাউজে ভিড় জমাচ্ছেন শহর ও শহরতলির মানুষ। তাই, নিজের বসার জায়গাটা আগে থেকেই পাকা করে নিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আলো আঁধারি, কাঠের খড়খড়ি জানলা, ঘড়ঘড়ানি ফ্যান, কড়ি বরগা, ধোঁয়া ওঠা কলেজস্ট্রিট কফি হাইজের আমজকে পাশে রেখে, নিউ টাউনে তৈরি কফি হাউসকে ঘিরে আগ্রহ বেড়েছে শহরবাসীর মধ্যে।
ইতিমধ্যেই সেখানে ভিড় করছেন, অফিস ফেরতা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। 


কিন্তু এই ভিড়ে একাংশের অভিযোগ, দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করতে হচ্ছে। পার্কিং-র সমস্যা হচ্ছে। কফি হাউজের সামনে লম্বা গাড়ির লাইন পড়ে যাচ্ছে। পাশাপাশি কফি হাউজে একদল ঢুকলে আড্ডা দিতে গিয়ে তাঁরা বেরোনোর নাম নিচ্ছে না। তাই কফি হাউসের মোট আসনের একাংশ অনলাইনে বুকিংয়ের ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। তাঁরা জানান, অনলাইনে বুকিং করলে তার সময়সীমা রাখা হয়েছে ৯০ মিনিট।


কী ভাবে Online Booking করবেন Newtown Coffee House-র সিট?


অনলাইন বুকিংয়ের জন্য ৩০ টি সিট বরাদ্দ করা হয়েছে।  যেখানে বসার জন্য বরাদ্দ সময় ৯০ মিনিট। সময় অনুযায়ী ছয়টি ভাগে সিট বুক করা যাবে। ১২ টা থেকে ৯ টা পর্যন্ত বুকিং যাবে। Book My Show থেকে বুক করা যাবে সিট। প্রতি সিটে খরচ মাত্র ২০ টাকা। 


 


  •  Book My Show-র ওয়েবসাইট খুলুন। 

  • সেখানে সার্চ করুন Coffee House New Town: kolkata

  • নিচে দেওয়া Reseerve Your Seat-য়ে ক্লিক করুন।

  • এরপর Book ক্লিক করুন।

  • তারপর সময় বেছে নিন। 

  • continue ক্লিক করুন।

  • সিট সংখ্যা নথিভুক্ত করুন। 

  • এরপর Login to Proceed ক্লিক করুন। 

  • নিজের ফোন নম্বর অথবা ফেসবুক ও জি-মেইল দিয়ে রেজিস্টার করুন।

  • তারপর পে করার জন্য বাকি প্রসেস শেষ করুন।