নিজস্ব প্রতিবেদন: সূর্যই সমস্ত শক্তির উৎস। প্রাণশক্তির বহমান ধারা সূর্যেরই দান বলে মনে করা হয়। ফলে, হিন্দুধর্মে সূর্যকে খুবই সম্ভ্রমের চোখে দেখা হয়। সূর্যকে বাস্তবিক দেবতা হিসেবেই দেখা হয়। তাই সকালে অনেকেই সূর্যকে অর্ঘ্যদান করেন। আর বিশ্বাস, সূর্যের আশীর্বাদে এর ফলে জীবনে পাওয়া যায়  সাফল্য, স্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জ্যোতিষবিদ্যা অনুসারে, সূর্যদেবকে যথাবিহিত অর্ঘ্য প্রদান করলে খুশি হয়ে সূর্যদেবতা সমস্ত রকম দুঃখকষ্ট দূর করেন। জেনে নিন কী দিয়ে পূজা করলে সন্তুষ্ট হন সূর্যদেবতা।


সিন্দুর: সিন্দুর দিয়ে অর্ঘ্য দিলে প্রীত হন সূর্যদেবতা। এতে স্বাস্থ্য ভালো থাকে। উন্নতি হয়। শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়।


ফুল: হিন্দু ধর্মাচরণে ফুলের প্রভূত গুরুত্ব। সূর্যের ক্ষেত্রেও ফুল প্রদানের উপকারিতা আছে। সূর্যকে লাল ফুল আর জল প্রদান করলে জীবনে সাফল্য মেলে।


চাল: জলে চাল মিশিয়ে সূর্যকে প্রদান করলেও সুফল মেলে।


মিছরি: সূর্যকে মিছরি প্রদান করলেও ভরে ওঠে সমৃদ্ধি। জলের সঙ্গে দিতে হয় এই মিছরি।


হলুদ: সূর্যদেবকে হলুদমিশ্রিত জল দিতে হয়। এর ফলে বিবাহ ত্বরান্বিত হয়। বিবাহিতজীবন সুখীও থাকে। আর্থিক সমৃদ্ধিও ঘটে।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Snakes Signs: সাপের স্বপ্ন দেখেছেন? জানেন, আপনার জন্য কী অপেক্ষা করছে?