Snakes Signs: সাপের স্বপ্ন দেখেছেন? জানেন, আপনার জন্য কী অপেক্ষা করছে?
চর্মচক্ষেই দেখেন আর স্বপ্নে-- সর্পদৃশ্যের নানা তাৎপর্য। ভাগ্যের উপর নানা প্রভাব।
নিজস্ব প্রতিবেদন: হিন্দু ধর্মে সাপ দেব-ভাবনার সঙ্গে অন্বিত। নাগপঞ্চমী নামে একটি দিনই রয়েছে, যেদিন সর্পদেবতার পুজো করা হয়। এদিকে আবার শিবের গলায় সাপ জড়ানো থাকে। সর্পের অধিষ্ঠাত্রী দেবী রয়েছেন মা মনসা!
এই হিসেবে সর্পদৃশ্যের নানা সঙ্কেত ও অর্থ আছে।
যেমন, সাদা রঙের সাপ স্বপ্নে বা বাস্তবে দেখা খুবই শুভ বলে মনে করা হয়। ধনসম্পত্তি লাভের সঙ্গে এর যোগাযোগ রয়েছে।
কোনও মন্দিরে স্বপ্নদর্শনেরও শুভ ফল আছে। এর ফলে ইচ্ছেপূরণ ঘটে। কোনও শিবলিঙ্গে সাপ জড়িয়ে থাকার দৃশ্যও খুব শুভ বলে মনে করা হয়। এর ফলে সেই দর্শকের শিবের আশীর্বাদ লাভ হয় বলে মনে করা হয়।
পথে সাপ যদি বাঁদিকে চোখে পড়ে এবং তা যদি রাস্তা অতিক্রম করে চলে যায় তবে সেটা অশুভ মনে করা হয়। এতে একটু সতর্ক হতে হয়। কিন্তু বিষয়টি ডানদিক থেকে হলে তা খুবই শুভ ফলদায়ক।
সাপকে গাছ বেয়ে উঠতে দেখার দৃশ্যও খুব শুভ। এর মানে প্রাপ্তিযোগ ঘটতে পারে। তবে উল্টোটা ঘটলে অর্থনাশের আশঙ্কা।
নাগ-নাগিনীর মিলনদৃশ্যও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে, সেই জায়গায় দাঁড়িয়ে থাকা বিধেয় নয়, নয় কোনও ভাবেই তাদের বিরক্ত করা।
স্বপ্নে বা বাস্তবে মরা সাপ দেখাকে অবশ্য খুবই অশুভ মনে করা হয়। এজন্য শিবের কাছে প্রার্থনার বিধান দেওয়া হয়। করতে হয় শিবপুজো।
আরও পড়ুন: Zodiac: শনির প্রভাবে এই ৪ রাশির এবার ভালো সময় চলবে! জেনে নিন কোন রাশি