পূজা দাস : সভ্যতা বাঁচাতে পারে মূত্র। শুনতে অদ্ভুত লাগলেও ফ্রান্সের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, ক্রমশ মরতে থাকা পৃথিবীকে নতুন জীবনের সন্ধান দিচ্ছে তরল এই মানব-বর্জ্য। ফরাসি ইঞ্জিনিয়ার ও গবেষক ফ্যাবিয়েন এসক্যুলেয়র জানিয়েছেন, চাষের জমি বাঁচাতে হলে প্রস্রাবেই ভরসা রাখতে হবে। তাঁর ব্যাখ্যা, দ্রুত শিল্পায়নের পথে হেঁটে আমরা ভুলে গিয়েছি পুরনো দিনকালের কথা। ফসলে সার হিসেবে মানুষের প্রস্রাব ব্যবহার করার এই ধারণা অদ্ভূত শোনালেও হাজার বছর আগে পুষ্টির কারণে তা ব্যবহার হয়েছে। তখন কৃষিকাজে ব্যবহৃত হত মানুষের মল-মূত্রই। এর থেকে ভালো জৈব সার আর হয় না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Valmiki Jayanti: 'মা নিষাদ'! নিজে উচ্চারণ করে নিজেই চমকে উঠলেন...


উদ্ভিদের বেড়ে ওঠার জন্য জরুরি সব পুষ্টি উপাদানই আছে মূত্রে। আমরা নষ্ট না-করে যদি এই বর্জ্য চাষের জমিতে দিই, তবে মাটি হবে উর্বর। পাশাপাশি রাসায়নিক সার ব্যবহার করে আমরা পরিবেশ বিপন্ন করছি। আটকানো যাবে এই বিপদও। গবেষকরা দেখেছেন, যেসব জমিতে রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে, তার তুলনায় মানুষের প্রস্রাব ব্যবহার করা জমিতে ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় ৩০ শতাংশ। এসক্যুলেয়রের নেতৃত্বেই চলছে ওসিএপিআই রিসার্চ প্রোগ্রাম।


আরও পড়ুন: Kidney: ডাক্তারের অনেক আগে আপনার মুখই এই দুই লক্ষণে চিনিয়ে দেয় কিডনির গোলমাল...


ওই গবেষণায় উঠে এসেছে, প্রস্রাব সম্পর্কে চমকপ্রদ তথ্য। উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান হল নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম। এই একই উপাদান রোজ খাবারের মাধ্যমে আমাদের পাকস্থলীতে পৌঁছয় এবং মূত্রের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। ফলে মূত্রের জোগান পেলেই যে কোনও উদ্ভিদ তরতরিয়ে বেড়ে উঠবে। এখন কৃষিকাজে যে সারগুলি ব্যবহৃত হয়, সেগুলি সিনথেটিক নাইট্রোজেন থেকে কারখানায় তৈরি করা হয়। দীর্ঘদিন এই সার বেশি পরিমাণে ব্যবহার করলে নদীর জল দূষিত হয়। বিষাাক্ত হয়ে পড়ে জমিও। ফলে বহু প্রাণীর জীবন সঙ্কটে পড়ে। নষ্ট হয় পরিবেশগত ভারসাম্য। এই বিপদ আটকাতে পারে প্রস্রাবই। ইতিমধ্যেই সুইডেনে আবাসিকদের বাড়িতে প্রস্রাব সংরক্ষণের উপযোগী ১০ হাজার বিশেষ ধরনের টয়লেট তৈরি করা হয়েছে। ওই সঞ্চিত মূত্র ব্যবহার করা হচ্ছে চাষবাসের কাজে। সুফলও মিলছে হাতেনাতে!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)