নিজস্ব প্রতিবেদন: কীটপতঙ্গই বটে। পোশাকি নাম 'ইয়ারওয়ার্ম'। একই সুর ভালো লেগে যাওয়ার কারণ হিসেবে বিজ্ঞানীরা এখন এই  'ইয়ারওয়ার্ম'কেই দায়ী করছেন। বলছেন, এতে আক্রান্ত হলে অনেক সময়ে সুরের প্রতি এই টানটা সারাদিন জেগে থাকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনেক সময় দেখা যায়, ঘুম থেকে উঠে কোনও গান বা সুর শুনলে সেই গান বা সেই সুরটাই দিনভর মাথায়-মনে ঘুরে বেড়াতে থাকে। এর পিছনে কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে?


এর পিছনে অবশ্যই বৈজ্ঞানিক কারণ রয়েছে। বিষয়টা নিয়ে নিরন্তর গবেষণা চালিয়ে বিজ্ঞানী ও গবেষকরা দাবি করেছেন, এই ভালো লাগার পিছনে কান বা শ্রবণেন্দ্রিয়ের কোনও ভূমিকা নেই। এর জন্য দায়ী আসলে আমাদের মস্তিষ্ক। সেটা হল কানের কীট বা ইয়ারওয়ার্মস (Earworms)। নাম শুনে মনে হতে পারে, এটা কোনও পোকা বা পতঙ্গ, কিন্তু ব্যাপারটা তা নয়! এটা আসলে এক ধরনের অনুভূতি বা সেন্স (Sense)!


আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্র অনুযায়ী, কোনও আলাদা ধরনের গানের সুর অথবা গানের কলি মনে রাখাটা তুলনায় সহজ।


আরও পড়ুন: Physical Intimacy Frequency: সপ্তাহে ক'বার যৌনতা জরুরি জানেন?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)