আপনি কি `যৌন হয়রানি`র কথা নিজের সন্তানকে জানান?
বর্তমান সময় যেভাবে বিবর্তনের পথগামী, নারী-পুরুষের আদি বিভেদ তত্ত্ব আজ কেবলই মাত্র ইতিহাসের কথা। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সময় এখন আর সেই বিভেদের কথা কেউ বলে না, আমি নারী অথবা আমি পুরুষ। কর্মসত্ত্বা, শিল্পীসত্ত্বার মতই সমাজের তথাকথিত দুই লিঙ্গ এখন সমান সমান। দিন যত এগোবে `সমানে সমানে` তত্ত্ব আরও বেশি প্রখর হবে। নারী আর অর্ধেক আকাশের জন্য বিদ্রোহ ঘোষণা করবে না, কারণ গোটা আকাশের মালিকানাতে থাকবে না `আমার তোমার তত্ত্ব`। কিন্তু একথা বলতেই হচ্ছে, সময়টা এগিয়ে গেলে সমাজ এখনও গোঁড়ামিতায় ভরা। এখনও পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষের চাপিয়ে দেওয়া নীতি-নারীর ওপর অনেক আঘাত নামিয়ে আনছে। মুখে বড় বড় বুলি বলেও রাস্তা দিয়ে নারীর চলন-বলেন `কটূক্তি`, `যৌন হয়রানি` নিত্য রোজের ঘটনা। এসো, চলো পাল্টাই, এমন উদ্যোগের কমতি নেই, তবে আছে অবহেলা। যে যাই বলুক, আমি চলব আমার নিয়মেই। এমনটা চলছেই। সচেতন থেকেও সমাজ ভেক ধরে থাকে আমি কিছু জানি না`র। ভারত সরকার সচেতনতা বাড়াতে আরও এক পদক্ষেপ নিল। নারী ও শিশুকল্যাণ দপ্তরের তরফে তৈরি হল এমন এক প্ল্যাটফর্ম যেখানে নারীর জীবনে ঘটে যাওয়া বিভিন্ন যৌন হয়রানির ঘটনা জানাতে পারবেন খুব সহজেই।
ওয়েব ডেস্ক: বর্তমান সময় যেভাবে বিবর্তনের পথগামী, নারী-পুরুষের আদি বিভেদ তত্ত্ব আজ কেবলই মাত্র ইতিহাসের কথা। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সময় এখন আর সেই বিভেদের কথা কেউ বলে না, আমি নারী অথবা আমি পুরুষ। কর্মসত্ত্বা, শিল্পীসত্ত্বার মতই সমাজের তথাকথিত দুই লিঙ্গ এখন সমান সমান। দিন যত এগোবে 'সমানে সমানে' তত্ত্ব আরও বেশি প্রখর হবে। নারী আর অর্ধেক আকাশের জন্য বিদ্রোহ ঘোষণা করবে না, কারণ গোটা আকাশের মালিকানাতে থাকবে না 'আমার তোমার তত্ত্ব'। কিন্তু একথা বলতেই হচ্ছে, সময়টা এগিয়ে গেলে সমাজ এখনও গোঁড়ামিতায় ভরা। এখনও পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষের চাপিয়ে দেওয়া নীতি-নারীর ওপর অনেক আঘাত নামিয়ে আনছে। মুখে বড় বড় বুলি বলেও রাস্তা দিয়ে নারীর চলন-বলেন 'কটূক্তি', 'যৌন হয়রানি' নিত্য রোজের ঘটনা। এসো, চলো পাল্টাই, এমন উদ্যোগের কমতি নেই, তবে আছে অবহেলা। যে যাই বলুক, আমি চলব আমার নিয়মেই। এমনটা চলছেই। সচেতন থেকেও সমাজ ভেক ধরে থাকে আমি কিছু জানি না'র। ভারত সরকার সচেতনতা বাড়াতে আরও এক পদক্ষেপ নিল। নারী ও শিশুকল্যাণ দপ্তরের তরফে তৈরি হল এমন এক প্ল্যাটফর্ম যেখানে নারীর জীবনে ঘটে যাওয়া বিভিন্ন যৌন হয়রানির ঘটনা জানাতে পারবেন খুব সহজেই।
'যৌন হয়রানি'র কথা নিজের সন্তানকে জানাতে কোনও কুণ্ঠাবোধ করবেন না। কীভাবে জানাবেন? জানতে দেখে নিন ভিডিও-