ওয়েব ডেস্ক: আপনি কি খুব ঘুমোতে ভালোবাসেন? অন্যকে দেখলেই আপনার ঘুম পায়? আপনি কখনও খেয়াল করে দেখেছেন, বাড়িতে আপনার থেকে আর সবাই বেশি সময় ঘুমোন নাকি অল্প সময়? যাক, এবার আসল কথায় আসি। কখনও কি মনে হয়েছে আপনার যে, বেশি ঘুম কাদের প্রয়োজন, ছেলে নাকি মেয়েদের?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন মানুষের শরীর প্রতি ৭ বছরে রিফ্রেশ হয়ে যায় নিজে নিজেই!


এই প্রশ্নের উত্তর দিলেন গবেষকরা। গবেষক মার্টিন ডেসলার এবং তাঁর দল মোট ১৬০ জনের উপর এই পরীক্ষা চালিয়েছেন। তিনি প্রত্যেকের ঘুমের সময় হিসেব করে সেই অনুযায়ী তাঁদের মুদ্ধিমাত্রা মেপেছেন। এবং, সব পরীক্ষার পর তিনি এবং তাঁর দল এই উপসংহারে এসেছেন যে, ছেলেদের থেকে মেয়েদের বেশি সময় ঘুমোনো উচিত। তবেই, মেয়েদের বুদ্ধিমাত্রা বেশি হবে।


আরও পড়ুন  জেনে নিন, উপকারি কোনটা, দুধ চা নাকি লিকার চা?