নিজস্ব প্রতিবেদন: ভেষজ ভায়াগ্রা হিসাবে জিনসেং মূলের ব্যাপক চাহিদা রয়েছে গোটা বিশ্বে। যৌন উত্তেজনা বাড়াতে জিনসেং মূলের জুড়ি মেলা ভার! আর এই মূল জঙ্গলে কাঠ কাটতে গিয়ে খুঁজে পান দুই কৃষক। জঙ্গলের মধ্যে থেকে পাওয়া ওই জিনসেং মূলটির ওজন প্রায় ১১৩ কেজি। বিশাল আকৃতির এই মূলটির ঔষধিগুণ সম্পর্কে জানা থাকলেও বিশ্ব বাজার এর দাম সম্পর্কে তেমন কোনও ধারণাই ছিল না ওই দুই কৃষকের। ১১৩ কেজি ওজনের ওই জিনসেং মূলটি স্থানীয় বাজারে বিক্রি করতে নিয়ে যান তাঁরা। এত বড় জিনসেং মূলের খরব দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে। খবর পেয়ে এই মূলটি প্রায় ৫৪ হাজার টাকায় ওই দুই কৃষকের থেকে কিনতে চান স্থানীয় এক ব্যবসায়ী। এই মূলের এত দাম পাওয়া যাবে, তা স্বপ্নেও ভাবেননি তাঁরা। ফলে এক কথায় রাজি হয়ে যান এবং নগদ টাকা হাতে পেয়ে খুশিতে নাচতে নাচতে ঘরে ফেরেন দু’জন। দু’টি পরিবারে তখন উত্সবের চেহারা। খুশিতে দিশেহারা ওই দুই কৃষক ও তাঁদের আত্মীয়স্বজন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিকে ওই ১১৩ কেজি ওজনের জিনসেং মূলটি ওই ব্যবসায়ী শহরের এক ভেষজ জড়িবুটির বড় আড়তদারকে প্রায় ৪ লক্ষ ৯০ হাজার টাকায় বিক্রি করে দেন। গল্প অবশ্য এখানেই থেমে থাকেনি। দৈত্যাকার ওই মূলটি বেচে দেন ওই আড়তদারও। তিনি ওই জিনসেং মূলটি শহরের এক বিত্তবান ওষুধ নির্মাতা সংস্থার মালিকের হাতে তুলে দেন প্রায় ২ কোটি ১০ লক্ষ টাকার বিনিময়ে।


আরও পড়ুন: এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ল্যাপটপ! দাম ৮.৫ কোটি টাকা!


সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ পশ্চিম চিনের সি চুয়ান প্রদেশের গুয়াং ডনের পাশের একটি গ্রামে। গ্রামের ওই দুই কৃষকের নাম লিপং আর পিনিং। বিপুল অঙ্কের বিনিময়ে ১১৩ কেজি ওজনের দৈত্যাকার ওই জিনসেং মূলটি যে ব্যক্তি কিনেছেন, তিনি এটি থেকে আরও লাভ করবেন। যে আড়তদার ৪ লক্ষ ৯০ হাজার টাকায় এই মূলটি কেনেন, তিনিও ২ কোটি ৫ লক্ষ ১০ হাজার টাকা লাভ করেছেন। গুয়াং ডনের ওই স্থানীয় ব্যবসায়ীও প্রায় ৪ লক্ষ ৩৬ হাজার টাকা রাতারাতি লাভ করেছেন। এ দিকে লিপং আর পিনিং হয়তো আক্ষেপে বুক চাপড়াচ্ছেন! কোটি কোটি টাকার দুষ্প্রাপ্য জিনসেং মূলের মূল্য না জেনে তাঁরা যে জলের দরে বেচে দিয়েছেন। আক্ষেপ হওয়াটাই তো স্বাভাবিক!