জ্যোতিষের লক্ষণ শাস্ত্রের গুরুত্ব অপরিসীম। লক্ষণ শাস্ত্র মতে, আপনার চারপাশে প্রতিনিয়ত ঘটে যাওয়া একাধিক ঘটনা আপনার ভবিষ্যৎ সম্পর্কে কিছু না কিছু ইঙ্গিত দিচ্ছে। এই শাস্ত্র মতে কুকুরও আপনার ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দিতে পারে। তবে সেই ইঙ্গিত সম্পর্কে আমাদের স্পষ্ট ধারনার অভাবে আমরা তার অর্থ বুঝে উঠতে পারি না। আপনার বাড়িতে কি পোষ্য কুকুর আছে? যদি না-ও থাকে আপনার আসেপাশে রাস্তা-ঘাটে ঘুরে বেড়ানো কুকুরও এ বিষয়ে একই ভাবে সহায়ক হতে পারে। এবার লক্ষণ শাস্ত্র মতে কুকুর নিয়ে কী কী লক্ষণ ব্যাখ্যা করা হয়েছে তা জেনে নেওয়া যাক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) কোনও কুকুরের আচরণে যদি এক প্রকার বিচিত্র ভাব লক্ষ্য করেন তবে বুঝবেন প্রাকৃতিক কোনও উপদ্রব আসতে পারে।


২) রাতে রাস্তায় কোনও কুকুর যদি কাঁদতে থাকে তবে বুঝতে হবে কোনও ব্যক্তির মৃত্যু হতে চলেছে।


৩) যাত্রার সময় মুখে করে খাবার নিয়ে কোনও কুকুরকে আসতে দেখলে বুঝবেন সাফল্য প্রাপ্তি ঘটতে পারে।


৪) যদি কোনও কুকুর আপনার বাম হাঁটু শুঁকতে থাকে তবে আপনার ধনলাভ হতে পারে।


৫) কোথাও যাওয়ার সময় আপনি যদি কোনও কুকুরকে নিজের শরীর চুলকাতে বা কান নাড়াতে দেখেন, তবে বুঝবেন যাত্রার মাধ্যমে আপনি সাফল্য পাবেন।


৬) যাত্রাকালে অনেকগুলি কুকুর যদি নিজেদের মধ্যে লড়াই করতে থাকে, তবে বুঝবেন আপনার সঙ্গে কারও বিবাদ বাধতে পারে।