নিজস্ব প্রতিবেদন: চিড়িয়াখানায় লোহার উঁচু বেড়া জালের খুব কাছেই ঘুরছিল একটা সিংহ। আচমকাই ওই লোহার বেড়া টোপকে সিংহের খাঁচায় ঢুকে পড়েন এক মহিলা। মহিলাকে ও ভাবে ঢুকতে দেখে হাঁটাচলা থামিয়ে থমকে দাঁড়ায় পশুরাজও। এর পরই হাত নেড়ে সিংহকে ডেকে তার সামনে বিচিত্র অঙ্গভঙ্গি করে নাচতে শুরু করলেন ওই মহিলা! হাত দশেক দূরে দাঁড়িয়ে ওই মহিলার দিকেই চেয়ে রয়েছে সিংহটি! গোটা ঘটনাটি ধরা পড়েছে এক প্রত্যক্ষদর্শীর মোবাইলে তোলা ভিডিয়োয় যা এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মাটির স্তূপে লুকিয়ে থাকা চিতাবাঘ খুঁজতে গিয়ে ভাইরাল হল ছবিটি!


জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের ব্রনস্ক চিড়িয়াখানায়। গত শনিবার ঘটা এই ঘটনায় বরাত জোরে বেঁচে গিয়েছেন ওই মহিলা। কারণ, প্রত্যক্ষদর্শীদের চেঁচামিচিতে অল্প সময়ের মধ্যেই সেখান থেকে পালিয়ে যান ওই মহিলা আর সিংহটিও কোনও রকম আক্রমণ করেনি। তবে ওই মহিলার কাণ্ড-কারখানায় বেজায় চটেছে ব্রনস্ক চিড়িয়াখানা কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই মহিলার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ দায়ের করেছে ব্রনস্ক চিড়িয়াখানা কর্তৃপক্ষ। খোঁজ চলছে ওই মহিলার।