Krishna Janmashtami: এ বছর কবে জন্মাষ্টমী, ৬ নাকি ৭ সেপ্টেম্বর? জেনে নিন দিন-তিথি, শুভ মুহূর্ত...
Krishna Janmashtami 2023: সারা বছর ধরে দেশের অগণিত কৃষ্ণভক্ত ও কৃষ্ণ-উপাসক গোষ্ঠীগুলি এই সময়টির জন্য অপেক্ষা করে থাকেন। এ বছরও ছবিটা এক। তবে এ বছর জন্মাষ্টমীর দিন-তিথি ব্রতোপবাস নিয়ে একটু ধন্দ তৈরি হয়েছে। কারণ, এবছর জন্মাষ্টমী পড়েছে দু`দিন ধরে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী দেশজুড়ে পালিত এক মহা-উৎসব। সারা বছর ধরে দেশের অগণিত কৃষ্ণভক্ত কৃষ্ণ-উপাসক গোষ্ঠীগুলি এই সময়টির জন্য অপেক্ষা করে থাকেন। এ বছরও ছবিটা এক। তবে এ বছর জন্মাষ্টমীর দিন-তিথি ব্রতোপবাস নিয়ে একটু ধন্দ তৈরি হয়েছে।
কবে জন্মাষ্টমী পালন
কারণ, এবছর জন্মাষ্টমী তিথি পড়েছে ২ দিন ধরে। ৬ ও ৭ সেপ্টেম্বর জন্মাষ্টমী তিথি। ভক্তদের মনে তাই একটু সংশয় জেগেছে যে, তাঁরা কবে পালন করবেন জন্মাষ্টমী, কবে করবেন উপোস? পঞ্জিকা অনুসারে ৬ ও ৭ সেপ্টেম্বর পড়েছে জন্মাষ্টমী তিথি।
আরও পড়ুন: Rakhi Purnima: এবার রাখি পূর্ণিমা কবে, ৩০ না ৩১ অগস্ট? জানুন শুভ মুহূর্ত...
যথারীতি ভাদ্র মাসেই জন্মাষ্টমী পড়েছে। এবছর কৃষ্ণ জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে ৬ সেপ্টেম্বর বিকেল ৩টে ৩৭ মিনিটে। অষ্টমী তিথি শেষ হবে পরদিন ৭ সেপ্টেম্বর বিকেল ৪টে ১৪ মিনিটে।
জন্মাষ্টমীর শুভ মুহূর্ত
শ্রীকৃষ্ণ পুজোর সময়-- ৬ সেপ্টেম্বর মধ্যরাত ১২.০২ থেকে মধ্যরাত ১২.৪৮ (ইংরেজিমতে অবশ্য এই সময়টিতে তারিখ দাঁড়াচ্ছে ৭ সেপ্টেম্বর)। পুজোর সময়পর্ব ৪৬ মিনিট।
জন্মাষ্টমীর উপবাস
ভক্তেরা ৬ সেপ্টেম্বর সারাদিনই উপবাসে থাকতে পারেন। এদিনটিই উপবাসের আদর্শ, কেননা এই দিনের শেষেই পুজো। তবে, কেউ যদি চান পরদিন ৭ সেপ্টেম্বর উপবাস করবেন, সেটাও করতে পারেন।
আরও পড়ুন: Rakhi Purnima: সাবধান! রাখি পূর্ণিমায় এই কাজগুলি কোনও ভাবেই করবেন না...
পুরাণ অনুসারে, রাত্রি বারোটায় রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। রোহিণী নক্ষত্রের সূচনা ঘটছে ৬ সেপ্টেম্বর, সকাল ৯টা ২০ মিনিটে। রোহিণী নক্ষত্রের সমাপ্তি পরদিন ৭ সেপ্টেম্বর সকাল ১০টা ২৫ মিনিটে। সেই অনুসারে, ৬ সেপ্টেম্বরই জন্মাষ্টমী ব্রত পালন করবেন অনেকে। বৈষ্ণব সম্প্রদায় অবশ্য কোথাও কোথাও জন্মাষ্টমী পালন করছে পরদিন ৭ সেপ্টেম্বর।